Tuesday, November 18, 2025

বিজেপির ‘নারী-অপমান’ মন্তব্যে তীব্র ধিক্কার! গর্জে উঠল তৃণমূল প্রমীলা বাহিনী 

Date:

বিজেপি নেতাদের মহিলাদের নিয়ে অবমাননাকর মন্তব্য ঘিরে তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। সন্দেশখালিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানাল তৃণমূল কংগ্রেস। সোমবার মধ্যমগ্রামের বারাসত সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে সরব হলেন রাজ্যের নারী মন্ত্রী শশী পাঁজা, বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার এবং তৃণমূল নেত্রী স্বপ্না বসু।

মন্ত্রী শশী পাঁজা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “বাংলার মহিলাদের শাঁখা-সিঁদুরের দাম বেঁধে দিচ্ছে বিজেপি। এটা নারীদের প্রতি চূড়ান্ত অপমান। আমরা এর তীব্র নিন্দা করছি।” তিনি আরও বলেন, “বিজেপি সরকার যেসব রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে কেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করছে না? বাংলায় মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, তার তুলনা নেই। অথচ বিজেপি উন্নয়ন আটকে দিয়ে, অপমান করে বাংলার নারীদের সম্মানহানির চেষ্টা করছে।”

ডাঃ কাকলি ঘোষ দস্তিদার আরও কড়া ভাষায় বলেন, “শুভেন্দু অধিকারী বলছেন, ৫০০ টাকা নয়, ক্ষমতায় এলে ৩ হাজার টাকা দেবেন! এভাবে কি নারীদের মূল্য নির্ধারণ করা যায়? এটি মিসোজেনি, যা একটি দণ্ডনীয় অপরাধ। বাংলার নারী সমাজ এটা মেনে নেবে না। বিজেপিকে এর মাশুল দিতে হবে।”

তৃণমূল নেত্রী স্বপ্না বসু জানান, “বিজেপি নেতারা যেভাবে বাংলার নারীদের নিয়ে কু-মন্তব্য করেছেন, তা লজ্জাজনক। বাংলার মাটিতে এর উপযুক্ত জবাব দেবে আমাদের মা-বোনেরা।” তৃণমূলের প্রমীলা বাহিনী এদিন একযোগে বিজেপির ‘নারী-বিদ্বেষী’ মানসিকতার বিরুদ্ধে গর্জে ওঠে। তীব্র ভাষায় ধিক্কার জানানো হয় শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতাদের মন্তব্যের।রাজ্য রাজনীতিতে এই বিতর্ক আরও উত্তাল হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন – ‘কোটিপতি’ বৃদ্ধের রহস্যমৃত্যু নেতাজিনগরে! এলাকায় চাঞ্চল্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version