Wednesday, November 19, 2025

ম্যাচ সরে যাওয়ার পরই বড় ম্যাচ পেল ইডেন(Eden) গার্ডেন্স। অক্টোবরের নয় , ইডেনে ভারতীয় দল টেস্ট খেলতে নামবে এই বছরের নভেম্বর মাসে। প্রতিপক্ষও বদলে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ নয়, ইডেনে(Eden) দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে টেস্টে নামবে ভারতীয় দল। আগামী নভেম্বরেই ইডেনে প্রথমবার টেস্ট অধিনায়ক হিসাবে নামবেন শুভমন গিল। সোমবারই পরিবর্তিত সূচি ঘোষণা করেছে বিসিসিআই(BCCI)। সখানেই ১৪ নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া(Team India)।

কয়েকদিন আগেই শোনা গিয়েছিল চলতি মরসুমে ঘরের মাঠে ভারতের সিরিজের সূচী নাকি বদল করতে চলেছে বিসিসিআই। আর তাতেই ইডেন থেকে ম্যাচ সরছে। আগামী অক্টোবরে ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ(INDvWI) দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ এখান থেকে দিল্লিতে সরিয়ে দিয়েছে বোর্ড। সেই নিয়ে আলোচনাও চলছিল। তবে সেই ম্যাচের বদলে ইডেন কিন্তু এবার আরও বড় ম্যাচ পেল। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল ইডেন গার্ডেন্সে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

শোনা যাচ্ছে দিল্লির অতিরিক্ত দূষণের কথা মাথায় রেখেই নাকি নভেম্বরে দিল্লি থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার কথা ভাবতে শুরু করেছিল বোর্ড। সেই পরিকল্পনা মাফিকই ইডেন থেকে ভারত – ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর সেখানে ভারত বনাম দক্ষিণ টেস্ট চলে আসছে ইডেন গার্ডেন্সে। কার্যত পুজোর পরও কলকাতা কিন্তু সরগরমই থাকছে। ইডেনে ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলবে ভারতের। দু ম্যাচের সিরিজ শুরুই হবে ইডেন দিয়ে।

Related articles

সংশোধনাগারের কর্মীদের তথ্য হবে ডিজিটালাইজড: নিয়োগ হচ্ছে কর্মী

সংশোধনাগার দফতরের কাজকর্মকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করে তুলতে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে কর্মরত প্রায় ৪ হাজার কর্মীর সার্ভিস...

নাগরিকত্বের জন্য অনশনে মতুয়ারা, লন্ডনে প্রমোদ ভ্রমণে শান্তনু ঠাকুর!

নাগরিকত্ব থাকবে, না যাবে? আবার কি নতুন করে প্রমাণ করতে হবে যে তাঁরা ভারতীয়? এই দুশ্চিন্তায় যখন গোটা...

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...
Exit mobile version