Wednesday, November 19, 2025

আন্তর্জাতিক ক্ষেত্রে বড় দায়িত্বে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

Date:

অবসরের পরে বড় দায়িত্বে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachur)। জার্মানির শক্তি উৎপাদনকারী সংস্থা Wintershall এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করার ক্ষেত্রে নিয়োগ কর্তৃপক্ষের হিসেবে যোগ দিয়েছেন। এটি জ্বালানি খাতে সহযোগিতায় এই বহুপাক্ষিক চুক্তি কাজ করে।

২০২৪ সালের নভেম্বরে প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachur)। সাংবিধানিক জ্ঞান এবং আন্তর্জাতিক আইন সম্পর্কে চর্চা থাকায় সমাদৃত ছিলেন তিনি। সেই কারণেই তিনি এই দায়িত্ব পেলেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন দেশের আন্তর্জাতিক জ্ঞান থাকা মানুষেরদের মধ্যে থেকে এই পদে বেছে নেওয়া হয়। সেই তালিকায় নাম উঠল প্রাক্তন CJI চন্দ্রচূড়ের।

যে পদ চন্দ্রচূড় পেয়েছেন, তার পোশাকি নাম Appointing Authority। সেটি Permanent Court of Arbitration-এর অধীনে পড়ে। বিনিয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট দেশের মধ্যে আইনি জটিলতা দেখা দিলে, তার সমাধান সূত্র বের করে Permanent Court of Arbitration. এতদিন ওই পদে ছিলেন এডুয়ার্ডো সিকুইরোজ। ২২ মে তিনি ইস্তফা দেন। সেই পদে এবার নিয়োগ করা হয়েছে প্রাক্তন CJI চন্দ্রচূড়।

ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে ‘Distinguished Professor’ হিসেবেও নিযুক্ত হয়েছে প্রাক্তন প্রধান বিচারপতি। NLU-তে Centre for Constitutional Studies বিভাগ তৈরি করা হবে, যেখানে গবেষণার সব কিছু দেখবেন প্রাক্তন CJI চন্দ্রচূড়। ভাইস চ্যান্সেলর জিএস বাজপাই জানান, আইন শিক্ষায় তাঁদের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Related articles

সংশোধনাগারের কর্মীদের তথ্য হবে ডিজিটালাইজড: নিয়োগ হচ্ছে কর্মী

সংশোধনাগার দফতরের কাজকর্মকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করে তুলতে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে কর্মরত প্রায় ৪ হাজার কর্মীর সার্ভিস...

নাগরিকত্বের জন্য অনশনে মতুয়ারা, লন্ডনে প্রমোদ ভ্রমণে শান্তনু ঠাকুর!

নাগরিকত্ব থাকবে, না যাবে? আবার কি নতুন করে প্রমাণ করতে হবে যে তাঁরা ভারতীয়? এই দুশ্চিন্তায় যখন গোটা...

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...
Exit mobile version