Monday, January 12, 2026

রামমন্দিরের প্রসাদ নিয়ে দুর্নীতিচক্র উত্তরপ্রদেশে, ১০ কোটি টাকার বেশি জালিয়াতি!

Date:

Share post:

নির্বাচনী বৈতরণী পার হতে ঘটা করে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর এবার সেই রামলালার প্রসাদ নিয়ে বিপুল অংকের জালিয়াতি বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই (Uttarpradesh)। প্রসাদ বিতরণের নামে অনলাইনে প্রায় ১০ কোটি টাকারও বেশি প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ (Ram Mandir Prasad Scam)। মূলচক্রীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ(Cyber Crime department, UP Police)।

জানা গেছে, রামলালার প্রাণপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে ভক্তদের উন্মাদনাকে কাজে লাগিয়ে একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিলেন গাজিয়াবাদের বাসিন্দা মূল অভিযুক্ত আশিস সিং। khadiorganic.com নামের ওই ওয়েবসাইট থেকে অর্ডার করলেই রাম মন্দিরের প্রসাদ বাড়িতে পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল। মন্দিরের রেপ্লিকা, কয়েন বিক্রির ভুয়ো বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। প্রসাদের জন্য ভারতীয়দের কাছ থেকে মাথাপিছু এগারো ডলার এবং প্রবাসীদের কাছ থেকে ৫১ ডলার আদায় করেন আশিস। পাশাপাশি নিজেকে সিয়াটলের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির প্রফেসর বলেও দাবি করেছেন। পুলিশ জানিয়েছে শুধুমাত্র রাম মন্দিরের প্রসাদের জন্যই প্রায় ৪ কোটি টাকা জমা পড়ে বলে অভিযোগ। বাকি অন্য সব কিছু নিয়ে জালিয়াতির মোট অর্থের পরিমাণ প্রায় সাড়ে দশ কোটি টাকা। এরপরই মূলচক্রী আমেরিকা সফরে চলে যান। রাম মন্দির ট্রাস্টের তরফে ওয়েবসাইটের ব্যাপারে অভিযোগ জানার পরই তদন্তে নেমে আশিসের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করে অযোধ্যা পুলিশ। অবশেষে ভারতে ফিরতেই তাঁকে গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত পৌনে চার লক্ষ টাকার কাছাকাছি উদ্ধার করে প্রতারিতদের ফিরিয়ে দেয়া সম্ভব হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। বিজেপি রাজ্যে রামমন্দিরের প্রসাদ দুর্নীতি নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।

 

spot_img

Related articles

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...