Monday, November 17, 2025

দীর্ঘ নির্বাচনী লড়াই শেষ। মোহনবাগানে(Mohunbagan) মিলে গেল দুই প্রতিপক্ষ শিবির। আভাসটা বেশ কয়েকদিন ধরেই ছিল, সোমবার তারই আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। মোহনবাগান তাঁবুতে একেবারে সাংবাদিক সম্মেলন করে দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বোস(Srinjoy Bose) তাদের ঐক্যের কথা ঘোষণা করে দিলেন। নির্বাচন কার্যত বাতিল। মোহনবাগানে এবার তৈরি হল সেরা একাদশ। যার সচিব পদে বসলেন সৃঞ্জয় বোস(Srinjoy Bose)। ঘোষণা না হলেও সভাপতি যে দেবাশিস দত্তই(Debashis Dutta) হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

এদিন ক্লাব তাঁবুতে আধ ঘন্টার ফারাকে আসেন দেবাশিস দত্ত(Debashis Dutta) এবং সৃঞ্জয় বোস(Srinjoy Bose)। উপস্থিত ছিলেন মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষও(Kunal Ghosh)। এরপরই সেই দৃশ্য। একসঙ্গে দেবাশিস ও সৃঞ্জয় বোস গেলেন মনোনয়ন জমা দেওয়ার দিকে। সঙ্গে অন্যান্য সদস্য সমর্থকরাও। ছিলেন সহ সভাপতি কুণাল ঘোষও। সেখানেই সচিব পদের জন্য একমাত্র মনোনয়ন জমা দিলেন সৃঞ্জয় বোস। নিজের মনোনয়ন না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন দেবাশিস দত্ত। এদিন দুই পক্ষের প্রস্তাবিত তালিকাও জমা দিয়েছেন তারা।

এরপরই সরকারীভাবে দুই পক্ষের এক হওয়ার বার্তা। সেইসঙ্গে মোহনবাগানের(Mohunbagan) সেরা একাদশের কথাও শোনা গেল দেবাশিস, সৃঞ্জয়ের গলায়।

নতুন সচিব হয়ে সৃঞ্জয় বোস বললেন, “আমরা একটা জায়গায় এসে দেখলাম, এই লড়াইটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, সেখানে লাগাম দিতে হবে। হ্যাঁ আমার সাথে ব্যক্তিগত প্রবলেম হয়েছিল। সেটা কথা বার্তায় ঠিক হয়েছে। আমাদের লক্ষ্য মোহনবাগানের ভালো হওয়া। এটাই শ্রেষ্ঠ একাদশ। সভাপতি পদে আমি কিন্তু দেবাশিস দত্তকে ভাবতেই পারি”।

অন্যদিকে দেবাশিস দত্ত জানিয়েছেন, “সৃঞ্জয় আমার অত্যন্ত ভালো বন্ধু। সৌমিকের সাথেও তাই। যেকোনো কারণেই হোক দুটো দল হয়েছিল। আমি এবং সৃঞ্জয় বসেছিলাম।আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি। মোহনবাগানের সদস্য, সমর্থকদের কাছে কৃতজ্ঞ। আরেকটা কথা আমি কিন্তু নমিনেশন জমা দিইনি”।

স্বভাবতই প্রশ্ন ওঠে তবে কী টুটু বোসকে আর দেখা যাবে না মোহনবাগান। না তেমন কোনও সম্ভাবনা নেই। তাঁর জন্য তৈরি হতে পারে নতুন কোনও আলঙ্কারিক পদ। অন্যদিকে মোহনহাগানের সংবিধানেও কিছু পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে। সেখানে সভাপতির হাতে কিছু ক্ষমতা থাকতে পারে। এদিন সব মিলিয়ে দুই পক্ষের প্যানেল অনুযায়ী ২২টি নমিনেশন জমা পড়েছে। সেখানেই রয়েছে বেশ কিছু চমক।

সৃঞ্জয় বোস সচিব হয়ে গিয়েছেন। অর্থসচিব হতে চলেছেন সুরজিৎ বোস। ক্রিকেট সচিব হিসাবে ফের ফিরতে চলেছেন সম্রাট ভৌমিক। তেমনই আবার দেবাশিস দত্তর শিবির থেকে কোষাধ্যক্ষ হতে চলেছেন সন্দীপন বন্দ্যোপাধ্যায়, সহ সচিব হতে চলেছেন সত্যজিৎ চট্টোপাধ্যায়।

Related articles

বাংলাদেশে মৌলবাদী সংগঠন বাড়াচ্ছেন ইউনূস: সাজা ঘোষণার আগে সরব শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ঘোষণা হবে সাজা। তাতে মৃত্যুদণ্ডের সম্ভাবনা। তা সত্ত্বেও বহু বছরের প্রচেষ্টায় যে আওয়ামী লিগকে প্রতিষ্ঠা...

দিল্লি বিস্ফোরণে গাড়ি ভর্তি ছিল IED! দিল্লিতেই লুকিয়ে ছিল উমরের সহযোগী

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী আমির রশিদ আলি। আশ্চর্যজনকভাবে সেই আমির দিল্লিতে লুকিয়ে থাকলেও প্রায়...

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...
Exit mobile version