Monday, November 17, 2025

ভুরি ভুরি অভিযোগ, রাজ্যে গৃহস্থ বাড়িতে বসবে না বিদ্য়ুতের স্মার্ট মিটার

Date:

কেন্দ্রের নিয়ম মেনে রাজ্যে বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছিল। কিন্তু তাতে গৃহস্থদের ভুরি ভুরি অভিযোগ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উঠে এসেছে। তার জেরে সাধারণ গৃহস্থ ঘরে স্মার্ট মিটার (smart meter) না বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর আগেও কেন্দ্রের চাপিয়ে দেওয়া একাধিক সিদ্ধান্তে সমস্যার মুখে পড়েছে রাজ্য। ফলে কেন্দ্রের প্রকল্প গৃহিত হয়নি রাজ্যে। তবে এবার সরাসরি গ্রাহকদের (consumer) থেকে অভিযোগ আসায় নতুন করে বিদ্যুতের স্মার্ট মিটারের ক্ষেত্রে কেন্দ্রীয় নীতির বিরোধিতায় বাংলার প্রশাসন।

বিদ্যুতের ক্ষেত্রে সাধারণ গৃহস্থ ঘর থেকে বাণিজ্যিক (commercial), শিল্পক্ষেত্র (industrial) ও টেলিকমিউনিকেশন টাওয়ারে (telecommunication tower) স্মার্ট মিটার বাসনোর নির্দেশ ছিল। সেই মতো পরীক্ষামূলকভাবে রাজ্যের তরফে বাণিজ্যিক ক্ষেত্রের পাশাপাশি গৃহস্থ বাড়িতেও বসানো হয়েছিল স্মার্ট মিটার। এর জেরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। স্মার্ট মিটার (smart meter) সংক্রান্ত বিপুল অভিযোগ জমা হয় বিদ্যুৎ দফতরে (electricity department)। তার জেরে এবার কেন্দ্রের এই প্রকল্প গৃহস্থ বাড়ির (domestic) জন্য বন্ধ রাখার ঘোষণা করল রাজ্য সরকার। তবে বাণিজ্যিক বা শিল্প ক্ষেত্রে স্মার্ট মিটারই ব্যবহার হবে।

এপর্যন্ত বহু এলাকায় গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার (smart meter) ইতিমধ্যেই বসে গিয়েছে। সেক্ষেত্রে সেই মিটারগুলিও খুলে নেওয়া হবে বলে রাজ্যের তরফে জানানো হয়। তবে সেই প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে। ততদিন সেই মিটার অনুযায়ী কাজ হবে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব স্মার্ট মিটার খুলে নেওয়ার কাজ হবে বলেও আশ্বাস রাজ্যের।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version