Thursday, August 28, 2025

বিদেশ সফর ফেরত সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠকে প্রধানমন্ত্রী, থাকবেন অভিষেকও 

Date:

বিশ্বের দরবারে সন্ত্রাসবাদের মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে যে সমস্ত সংসদীয় প্রতিনিধি দল বিদেশ সফরে গিয়েছিল এবার তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুনবেন তাঁদের অভিজ্ঞতার কথা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে সন্ধে ৭টায় ওই বৈঠক। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay)। গোটা সফরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভূমিকা ছিল যথেষ্ট প্রশংসনীয়। অথচ সেই সময় বাংলায় এসে মোদি-শাহরা নির্লজ্জ ভাবে আক্রমণ করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। তখনও বিদেশের মাটিতে কর্তব্যে অবিচল অভিষেক। এই আবহে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কী কী বিষয় নিয়ে কথাবার্তা হয় সেদিকে নজর রাজনৈতিক মহলের।

পহেলগামের জঙ্গি হামলায় (Pahelgam Terrorist Attack) ২৬ পর্যটকের মৃত্যুর পরে পাল্টা প্রত্যাঘাত করে অপারেশন সিন্দুরের (Operation Sindoor) মাধ্যমে জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের কোনও সাধারণ নাগরিককে আঘাত না করে, বেছে বেছে নটি সন্ত্রাসবাদী ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। সেই বিষয়ে গোটা বিশ্বকে অবগত করতে এবং জঙ্গি দমনে ভারতের জিরো টলারেন্স নীতির কথা প্রচার করতে ৩২টি দেশে ৭টি প্রতিনিধি দল পাঠানো হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া গিয়েছেন। অভিষেকের বক্তব্যে অভিভূত বিদেশে বসবাসকারী ভারতীয়-সহ বিশ্ববাসী। পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বারবার বুঝিয়ে দেন, দেশরক্ষার প্রশ্ন উঠলে তৃণমূল সব সময়ই দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকে।সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তাঁর কাছে আগে দেশ। এরপর আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে অভিষেকসহ প্রতিনিধি দলের সদস্যদের।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version