Tuesday, January 13, 2026

হংকংয়ের কাছে হেরে রাস্তাটা আরও কঠিন করে ফেলল ভারত

Date:

Share post:

এএফসি এশিয়ান কাপে(Afc Asian Cup) ভারতীয় দলের খেলার রাস্তাটা ক্রমশই যেন কঠিন হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে বিশাল কাইথের একটা ভুল। আর তাতেই ভারতের(Indian Football Team) রাস্তাটা আরও কঠিন হয়ে গেল। হংকংয়ের(Hongkong) কাছে ১-০ গোলে হেরে গেল ভারতীয় দল(Indian Football Team)। হংকংয়ের সঙ্গে লড়াইটা হাড্ডহাড্ডি চললেও শেষপর্যন্ত হেরেই গেল ভারত। পেনাল্টি থেকে গোল হংকংয়ের। আর তাতেই ভারতের আশাটা যেন আরও খানিকটা কমে গেল। সেইসঙ্গে মানোলোর তত্ত্বাবধানে ভারতীয় দল নিয়ে আরও বেশ কয়েকটি প্রশ্নও কিন্তু উঠে গেল।

ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে ড্র। ভারতের রাস্তাটা সেই ম্যাচ থেকেই অনেকটা কঠিন হয়ে গিয়েছিল। সেইসঙ্গে ভারতীয় ফুটবলারদের আরও কয়েকটা সমস্যা। ফুটবলারদের বকেয়া বেতন থেকে বেশ কয়েকটা সমস্যা নিয়েই এই ম্যাচের আগে পরিস্থিতি বেশ জটিল হয়েছিল। সেই সময় ফেডারেশনের তরফে ৪২ লক্ষ টাকার পুরস্কার মূল্যও বদলাতে পারল না ভারতীয় দলের ভাগ্য। সেই হেরেই মাঠ ছাড়তে হল তাদের।

হংকংয়ের ঘরের মাঠে এদিন ভারতীয় দল বেশ আক্রমণাত্মক মেজাজেই ছিল। কিন্তু বারবারই গোলের মুখ খুলতে ব্যর্থ হচ্ছিল। সেইসঙ্গে এই ম্যাচে ভারতীয় দলের ফুটবলাররা মুহুর্মুহূ গোলের সুযোগও নষ্ট করছিল। এমন কখনও লিস্টন(Liston Colaco) তো কখনও আশিক কুরুনিয়ানরা(Ashique Kurunian)। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কেউই।

বিরতির পর মাঠে আসেন সুনীল ছেত্রী(Sunil Chetri)। আক্রমণের জোর বাড়ে ঠিকই, কিন্তু গোলের মুখ খুলতে পারেনি ভারতীয় দল। একেবারে শেষ লগ্নে সুনীল ছেত্রী গোলের সামনে চলে গেলেও, গোল করতে পারেননি। এরপরই বিশাল কাইথের প্রতিপক্ষকে আটকাতে গিয়ে একটা ভুল। তার খেসারত পেনাল্টি। বিশাল কাইথ পেনাল্টি স্পেশ্যালিস্ট হলেও এদিন আর রক্ষা করতে পারেনি ভারতীয় দলকে।

spot_img

Related articles

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...

কামড়ালে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে! পথকুকুর মামলায় সুপ্রিম হুঁশিয়ারি

পথকুকুর মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে...

প্রতিশোধের লড়াই, বিজেপিকে বিসর্জন দেওয়ার লড়াই: ৯-০ করার ডাক কোচবিহারে দিয়ে হুঙ্কার অভিষেকের

কোচবিহারে বিগত কয়েকটি নির্বাচনে জিতেছে বিজেপি। এখনও ৯টি আসনের মধ্যে তিনটি আসনে তৃণমূল, ৬টিতে বিজেপি বিধায়ক রয়েছেন। ছাব্বিশের...