Monday, August 25, 2025

এএফসি এশিয়ান কাপে(Afc Asian Cup) ভারতীয় দলের খেলার রাস্তাটা ক্রমশই যেন কঠিন হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে বিশাল কাইথের একটা ভুল। আর তাতেই ভারতের(Indian Football Team) রাস্তাটা আরও কঠিন হয়ে গেল। হংকংয়ের(Hongkong) কাছে ১-০ গোলে হেরে গেল ভারতীয় দল(Indian Football Team)। হংকংয়ের সঙ্গে লড়াইটা হাড্ডহাড্ডি চললেও শেষপর্যন্ত হেরেই গেল ভারত। পেনাল্টি থেকে গোল হংকংয়ের। আর তাতেই ভারতের আশাটা যেন আরও খানিকটা কমে গেল। সেইসঙ্গে মানোলোর তত্ত্বাবধানে ভারতীয় দল নিয়ে আরও বেশ কয়েকটি প্রশ্নও কিন্তু উঠে গেল।

ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে ড্র। ভারতের রাস্তাটা সেই ম্যাচ থেকেই অনেকটা কঠিন হয়ে গিয়েছিল। সেইসঙ্গে ভারতীয় ফুটবলারদের আরও কয়েকটা সমস্যা। ফুটবলারদের বকেয়া বেতন থেকে বেশ কয়েকটা সমস্যা নিয়েই এই ম্যাচের আগে পরিস্থিতি বেশ জটিল হয়েছিল। সেই সময় ফেডারেশনের তরফে ৪২ লক্ষ টাকার পুরস্কার মূল্যও বদলাতে পারল না ভারতীয় দলের ভাগ্য। সেই হেরেই মাঠ ছাড়তে হল তাদের।

হংকংয়ের ঘরের মাঠে এদিন ভারতীয় দল বেশ আক্রমণাত্মক মেজাজেই ছিল। কিন্তু বারবারই গোলের মুখ খুলতে ব্যর্থ হচ্ছিল। সেইসঙ্গে এই ম্যাচে ভারতীয় দলের ফুটবলাররা মুহুর্মুহূ গোলের সুযোগও নষ্ট করছিল। এমন কখনও লিস্টন(Liston Colaco) তো কখনও আশিক কুরুনিয়ানরা(Ashique Kurunian)। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কেউই।

বিরতির পর মাঠে আসেন সুনীল ছেত্রী(Sunil Chetri)। আক্রমণের জোর বাড়ে ঠিকই, কিন্তু গোলের মুখ খুলতে পারেনি ভারতীয় দল। একেবারে শেষ লগ্নে সুনীল ছেত্রী গোলের সামনে চলে গেলেও, গোল করতে পারেননি। এরপরই বিশাল কাইথের প্রতিপক্ষকে আটকাতে গিয়ে একটা ভুল। তার খেসারত পেনাল্টি। বিশাল কাইথ পেনাল্টি স্পেশ্যালিস্ট হলেও এদিন আর রক্ষা করতে পারেনি ভারতীয় দলকে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version