অবৈধভাবে আমেরিকায় যারা রয়েছে তাঁদের অবৈধ ঘোষণা করার নতুন নতুন নিয়ম প্রকাশ করছেন রাষ্ট্রপতি ট্রাম্প। নিয়মের গেরোয় একাধিক বিমানে অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত ভারতীয়দের ফেরৎ পাঠানো (deportation) হয়েছে। হাতে-পায়ে শিকল বাধা সেই ছবি গোটা বিশ্বের কাছে দেশের মাথা নত করে দিয়েছে। এবার প্রকাশ্যে এলো নতুন অপমানের ছবি যেখানে এক ভারতীয় ছাত্রকে বিমান বন্দরের মাটিতে ফেলে হাত পিছমোড়া করে নির্যাতন করছে মার্কিন পুলিশ, এমনটাই দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। যদিও সেই মর্মান্তিক ছবি প্রকাশ্যে আসার পরেও শুধুমাত্র যোগাযোগ করার কথা জানিয়ে দায় সেরেছে আমেরিকার ভারতীয় দূতাবাস (Indian Embassy in USA)।

আমেরিকার নিউজার্সির (New Jersey) নেওয়ার্ক বিমান বন্দরে (Newark Liberty International Airport) এক ভারতীয় পড়ুয়াকে ভারতে ফেরৎ পাঠানোর সময় এই ঘটনা প্রকাশ্যে আসে। পোর্ট অথরিটি পুলিশ ওই পড়ুয়াকে নির্যাতন করার সময় সেখানে উপস্থিত এক প্রবাসী ভারতীয় সেই ভিডিও তোলেন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কুণাল জৈন নামের ওই ব্যবসায়ী দাবি করেন, ভারতীয় পডুয়াটি (Indian student) হরিয়ানার ভাষায় কথা বলছিল। সে বারবার বলার চেষ্টা করছিল সে পাগল নয়। কিন্তু পুলিশ তাকে সেটাই প্রমাণ করার চেষ্টা করছিল।

সেই সঙ্গে প্রবাসী ভারতীয় ব্যবসায়ীর দাবি, প্রতিদিন এরকম অনেক পড়ুয়া আসে যাদের সঙ্গে এরকম আচরণ করা হয় আমেরিকায়। এই পড়ুয়ারা কোনওভাবে ভিসা পেয়ে আমেরিকায় আসে। তবে এখানে এসে তাদের আসার উদ্দেশ্য বোঝাতে পারে না। আর এই ধরনের খারাপ পরিণতির শিকার হয়। সেই সঙ্গে নিউজার্সিতে ওই পড়ুয়ার খবর নেওয়ার অনুরোধ জানান তিনি। কারণ সেই সময় পড়ুয়াকে অত্যন্ত অসংলগ্ন বলে মনে হয়েছিল তাঁর।

এই ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয় দেশের রাজনৈতিক মহলে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ দাবি করেন, নরেন্দ্র মোদি যেন দ্রুত এই অভিবাসী ফেরৎ পাঠানোর বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসেন। যে ধরনের নৃশংসতা দেখানো হচ্ছে ভারতীয় অভিবাসীদের ফেরৎ পাঠানো নিয়ে তাতে আমেরিকায় থাকা লক্ষ লক্ষ ভারতীয় পড়ুয়াদের (Indian student) মধ্যে চূড়ান্ত আতঙ্ক তৈরি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি চোখে পড়েছে আমেরিকার ভারতীয় দূতাবাসেরও। সেক্ষেত্রে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশানাল এয়ারপোর্টের (Newark Liberty International Airport) ঘটনা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানানো হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোনও প্রতিক্রিয়া এই ঘটনায় দেওয়া হয়নি। অন্যদিকে এত অপমানের পরেও নীরব মোদি সরকার। বিদেশ মন্ত্রকের তরফেও এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

–

–

–
–

–

–
–
–
–