Friday, December 26, 2025

চেনাব সেতু অনেক আগেই শুরু হয়েছিল: তৃণমূলের দাবি মেনে নিলেন নাড্ডা

Date:

Share post:

হাতে পতাকা নিয়ে একের পর এক ভিডিওগ্রাফারের সামনে দিয়ে হেঁটে চেনাব সেতু উদ্বোধনের যে কৃতিত্ব নরেন্দ্র মোদি (Narendra Modi) একাই নেওয়ার চেষ্টা করেছিলেন তার মুখোশ আগেই খুলে দিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার সেই সত্যিই মেনে নিলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। তবে কোনওভাবেই বাংলার মুখ্যমন্ত্রীকে কৃতিত্ব দিতে নারাজ বিজেপি। তাই উচ্চারণ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম।

তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ থেকে ডেরেক ও’ব্রায়েন একের পর এক তথ্য তুলে ধরে প্রকাশ্যে এনেছিলেন চেনাব নদীর উপর রেল ব্রিজ (Chenab rail bridge) দীর্ঘদিনের এক পরিকল্পনা। ২০০৯-১০ রেল বাজেটে উধমপুর থেকে বারামুলার রেল প্রকল্পে ১৯৪৯ কোটি টাকা ঘোষণা করেছিলেন তৎকালীন রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রেল পথের একটি অংশে ট্রেন চলাচল শুরু হওয়ার ছবিও তুলে ধরা হয়। যেখানে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রেলমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

এবার সেই কথাই স্বীকার করতে বাধ্য হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সভাপতি জে পি নাড্ডা। দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে নাড্ডা (J P Nadda) বলেন নরসিমা রাও-এর সময়ে ১৯৯৫ সালে এই চেনাব সেতুর (Chenab rail bridge) প্রস্তাব প্রথম রাখা হয়েছিল। এরপর অটল বিহারী বাজপেয়ীর সময়ে সেই প্রকল্পের শিলান্যাস হয়। তা সম্পূর্ণ করেন নরেন্দ্র মোদি।

মোদির বাহবা তুলে ধরতে গিয়েও শেষ পর্যন্ত তৃণমূলের চাপেই আসল সত্যিই প্রকাশ্যে আনতে হল বিজেপিকে। বিশ্বের উচ্চতম রেল প্রকল্পের শিলান্যাস যে অটল বিহারী বাজপেয়ীর সময়ে হয়েছিল তা স্বীকার করে বিজেপি মেনে নিতে বাধ্য হল রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সময়েই শুরু হয়ে গিয়েছিল এই প্রকল্প। যা শুধুমাত্র সমাপ্ত করেই সব কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...