পহেলগামের প্রতিশোধ নিতে অপারেশন সিন্দুরের (Operation Sindoor) সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে (Indian Army) ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব আনছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল (TMC) পরিষদীয় দল সূত্রে খবর, প্রস্তাব নিয়ে আলোচনায় সবচেয়ে বেশি সময় বরাদ্দ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য। এছাড়াও বক্তব্য রাখবেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বনমন্ত্রী বিরবাহা হাঁসদা। কারোর কথায় যাতে কোনও বিতর্ক না তৈরি হয় সেই দিকটি স্পষ্ট করে দেওয়া হয়েছে।

রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের সার্বভৌম রক্ষায় কেন্দ্রের পদক্ষেপের পাশে থেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু ‘অপারেশন সিন্দুর’ নিয়ে যেভাবে রাজনীতি করে চলেছেন প্রধানমন্ত্রীসহ গোটা বিজেপি দল তাতে বারবার অসন্তোষ প্রকাশ করেছেন মমতা। কিন্তু বিধানসভায় ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যাতে কেউ কোনও বেফাঁস মন্তব্য না করে সেই বিষয়টি আগেই স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল পরিষদীয় দলের সর্বময় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ছাড়াও বক্তাদের তালিকায় স্থান পেয়েছেন বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর,ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন (শাসকদলের তরফে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে তিনি এই প্রস্তাবনায় বক্তব্য রাখবেন)। বিজেপির তরফ থেকেও বক্তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–