দিল্লির (Delhi) এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন থেকে বাঁচতে ৭ তলা থেকে লাফ দিয়ে প্রাণ হারালেন একই পরিবারের তিনজন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা সেক্টর-১৩-র শাপথ সোসাইটির এক আবাসনের (High-Rise Building) ৮ম ও ৯ম তলায়। সূত্রের খবর, মৃত যশ দেব(৩৫) আগুন থেকে বাঁচতে তাঁর ছেলে ও মেয়েকে নিয়ে ব্যালকনি থেকে ঝাঁপ দেন। কিন্তু শেষরক্ষা হয়নি। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন এবং স্কাইলিফট।
আগুন (Fire) লাগার সঙ্গে সঙ্গে আগুন ৮ম ও ৯ম তলাতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। ৭ তলা থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে ভয় পেয়ে যান বাসিন্দারা। প্রাণে বাঁচতে অনেকেই লাফ দেন। তবে অত উপর থেকে লাফ দেওয়ার জন্য ঘটনাস্থলেই মারা যান একই পরিবারের ৩ জন। আহত হন আরও অনেকেই, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, মৃত যশ দেব(৩৫) আগুন থেকে বাঁচতে তাঁর ছেলে ও মেয়েকে নিয়ে ব্যালকনি থেকে ঝাঁপ দেন। কিন্তু শেষরক্ষা হয়নি।
আবাসনের (High-Rise Building) মধ্যে আটকে থাকা বাসিন্দাদের দ্রুত উদ্ধারের চেষ্টা হয়। আগুন নেভানোর কাজ চালায় দমকলের ৮টি ইঞ্জিন। তবে অনেক উপরে আগুন নেভাতে সমস্যা হচ্ছে দমকল বাহিনীর। ঘটনাস্থলে উপস্থিত এক দমকল আধিকারিক বলেন, “অগ্নিকাণ্ডটি অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। উপরের তলা থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল এবং সপ্তম তলার ফ্ল্যাট থেকে আগুনের শিখা বের হচ্ছিল।” যদিও কীভাবে আগুন লাগলো তা সঠিকভাবে জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনার সূত্রপাত।
আরও খবর: বিধবা হলেই দ্বিতীয় বিয়ে: প্রেমিক রাজকে প্রতিশ্রুতি সোনমের, ২০ লক্ষ টাকার টোপ ভাড়াটে খুনিদের
–
–
–
–
–
–
–
–
–
–
–