Saturday, November 8, 2025

হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ২৯ বর্ষীয় পুরানের

Date:

Share post:

মাত্র ২৯ বছরেই অবসর! মঙ্গলবার হঠাত্ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের(West Indies) তারকা ক্রিকেটার নিকোলাস পুরান(Nicholas Pooran)। যদিও কী কারণে এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস শিবিরে ছিলেন নিকোলাস পুরান(Nicholas Pooran)। কিন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ না পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নিকোলাস পুরান।

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেক হয়েছিল নিকোলাস পুরানের। এরপর ওয়েস্ট ইন্ডিজের হয়ে বহু ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। এমনকী ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওডিআই ফর্ম্যাটে শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০২৩ সালে এবং টি টোয়েন্টি ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিকোলাস পুরান খেলেছিলেন ২০২৪ সালে। শেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে।

কিন্তু সেই পুরানই এবার নিজের প্যাড গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, “দীর্ঘ ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তই নিয়েছি”।

এরপরই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কী ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের তরফে তাঁকে বিশ্রাম দেওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি। এই নিয়েই এখন বিশ্ব ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে পৌঁছেছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬১টি টি টোয়েন্টি ম্যাচের পাশাপাশি ১০৬টি ওডিআই ম্যাচ খেলেছেন নিকোলাস পুরান। শুধুমাত্র তাই নয় তাঁর ক্যারিবিয়ান জার্সিতে রান রয়েছে ৪০০০। সেই নিকোলাস পুরানই এবার অবসরে।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...