Friday, December 26, 2025

হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ২৯ বর্ষীয় পুরানের

Date:

Share post:

মাত্র ২৯ বছরেই অবসর! মঙ্গলবার হঠাত্ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের(West Indies) তারকা ক্রিকেটার নিকোলাস পুরান(Nicholas Pooran)। যদিও কী কারণে এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস শিবিরে ছিলেন নিকোলাস পুরান(Nicholas Pooran)। কিন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ না পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নিকোলাস পুরান।

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেক হয়েছিল নিকোলাস পুরানের। এরপর ওয়েস্ট ইন্ডিজের হয়ে বহু ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। এমনকী ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওডিআই ফর্ম্যাটে শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০২৩ সালে এবং টি টোয়েন্টি ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিকোলাস পুরান খেলেছিলেন ২০২৪ সালে। শেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে।

কিন্তু সেই পুরানই এবার নিজের প্যাড গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, “দীর্ঘ ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তই নিয়েছি”।

এরপরই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কী ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের তরফে তাঁকে বিশ্রাম দেওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি। এই নিয়েই এখন বিশ্ব ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে পৌঁছেছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬১টি টি টোয়েন্টি ম্যাচের পাশাপাশি ১০৬টি ওডিআই ম্যাচ খেলেছেন নিকোলাস পুরান। শুধুমাত্র তাই নয় তাঁর ক্যারিবিয়ান জার্সিতে রান রয়েছে ৪০০০। সেই নিকোলাস পুরানই এবার অবসরে।

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...