হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ২৯ বর্ষীয় পুরানের

Date:

Share post:

মাত্র ২৯ বছরেই অবসর! মঙ্গলবার হঠাত্ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের(West Indies) তারকা ক্রিকেটার নিকোলাস পুরান(Nicholas Pooran)। যদিও কী কারণে এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস শিবিরে ছিলেন নিকোলাস পুরান(Nicholas Pooran)। কিন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ না পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নিকোলাস পুরান।

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেক হয়েছিল নিকোলাস পুরানের। এরপর ওয়েস্ট ইন্ডিজের হয়ে বহু ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। এমনকী ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওডিআই ফর্ম্যাটে শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০২৩ সালে এবং টি টোয়েন্টি ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিকোলাস পুরান খেলেছিলেন ২০২৪ সালে। শেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে।

কিন্তু সেই পুরানই এবার নিজের প্যাড গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, “দীর্ঘ ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তই নিয়েছি”।

এরপরই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কী ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের তরফে তাঁকে বিশ্রাম দেওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি। এই নিয়েই এখন বিশ্ব ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে পৌঁছেছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬১টি টি টোয়েন্টি ম্যাচের পাশাপাশি ১০৬টি ওডিআই ম্যাচ খেলেছেন নিকোলাস পুরান। শুধুমাত্র তাই নয় তাঁর ক্যারিবিয়ান জার্সিতে রান রয়েছে ৪০০০। সেই নিকোলাস পুরানই এবার অবসরে।

spot_img

Related articles

দলকে জিতিয়ে মাঠেই প্রাণ হারালেন বোলার, বাইশ গজে ফের মর্মান্তিক পরিণতি

খেলার মাঠে ফের মর্মান্তিক মৃত্যু। দলকে জিতিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বোলার। মৃত ক্রিকেটারের নাম আহমের খান(Ahmar Khan)।...

রিভিউ বিপক্ষ যেতে চটলেন বুমরাহ, ভারতীয় বোলারদের ধৈর্য্যের পরীক্ষা অব্যাহত

যত কাণ্ড কোটলাতেই। আহমেদাবাদে আড়াই দিনেই জয় হাসিল করেছিল ভারত। কিন্তু দিল্লিতে মন্থর পিচে জয় ভারতের দুয়ারে এসেও...

দুই ম্যাচে হার, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারবে হরমনপ্রীতরা?

একদিনের বিশ্বকাপে(ICC Women World Cup) পর পর দুই ম্যাচে হার ভারতের(India)। প্রথম দুই ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপের সূচনা...

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...