Wednesday, August 20, 2025

আর জি কর রিপোর্টে অসন্তোষ নির্যাতিতার বাবা-মায়ের! কটাক্ষ শাসকদলের

Date:

ফের একবার অসন্তোষ নিয়ে প্রচারে আর জি করের নির্যাতিতার বাবা-মা। এবার চার্জশিট (chargesheet) নিয়ে মুখ খুলে সিবিআই-এর বিরুদ্ধে সরব তাঁরা। মঙ্গলবার সিবিআই (CBI) চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট পেশ করলে সেখানে নির্দিষ্ট নাম নেই কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা-মা। সেখানেই রাজ্যের শাসকদলের কটাক্ষ, এবার তাঁদের নিজেদের পছন্দমতো স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে হবে।

চতুর্থ স্ট্যাটাস রিপোর্টে (status report) ধর্ষণ-খুনের ঘটনায় নতুন করে কোনও তথ্য পেশ করেনি সিবিআই। একাধিক ধাপে যত সাক্ষ্য গ্রহণ হয়েছিল তার রিপোর্ট পেশ করা হয়। সেক্ষেত্রেও নতুন কোনও অপরাধীর নাম উঠে আসেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে। তাতেই অসন্তুষ্ট নির্যাতিতার বাবা-মা। তাঁদের দাবি, শুধুমাত্র সঞ্জয় রায় খুন-ধর্ষণে অপরাধী নয়। সেক্ষেত্রে কেন চার্জশিটে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের নাম নেই।

সেখানেই নির্যাতিতার বাবা-মায়ের প্রতি সম্মান বজায় রেখে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সুপারিশ, আমার মনে হয় নির্যাতিতার বাবা-মা নিজেই একটা রিপোর্ট তৈরি করে বিচারপতিকে দিন যে এটা গ্রহণ করুন। নির্যাতিতারবাবা মা কলকাতা পুলিশ, সিআইডি-তে সন্তুষ্ট নন। নিজেরাই ডেকে আনলেন সিবিআই (CBI)। তাতে সন্তুষ্ট নন। আদালত গোটা বিষয়টা খতিয়ে দেখে যা যা করার করেছে। তাতে সন্তুষ্ট নন। সুপ্রিম কোর্টে সন্তুষ্ট নন।

গোটা আর জি কর মামলায় বারবার রাজনীতিকদের ইন্ধন প্রকাশ্যে এসেছে। নির্যাতিতার পরিবার এখনও সেই রাজনীতির দ্বারাই প্রভাবিত বলে অভিযোগ রাজ্যের শাসকদলের। কুণাল ঘোষ বলেন, নির্যাতিতার বাবা-মা যাদের বুদ্ধিতে চলেন, সেই দু চারটি রাম-বাম, দু চারটে নকশাল তাদের দিয়ে রিপোর্ট (report) তৈরি করুন। আমরা এই রিপোর্ট হলে খুশি। সেটা আদালতের ইচ্ছা হলে নেবেন, না হলে নেবেন না।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version