অর্থ যেন শিক্ষায় বাধা না হয়। সেই লক্ষ্যে পড়ুয়াদের পাশা দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্ভাবনী পরিকল্পনা ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড (student credit card)। আর আজ তারই সুফল ভোগ করছেন বাংলার হাজার হাজার পড়ুয়া। বিধানসভায় (assembly) তথ্য তুলে ধরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ভারতের অন্য শহরে বা বিদেশে পড়তে যাওয়া পড়ুয়ার হিসাব বিধানসভায় পেশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
২০২৩-২৪ অর্থ বছরে মোট ৪৬৫৬ জন পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (student credit card) মাধ্যমে ঋণ (credit) দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের (২০২৪-২৫) ৩০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে পড়াশোনা করার জন্য ৫৯৪ জন এবং বিদেশে পড়াশোনার জন্য ৪০ জন এই ঋণ (credit) পেয়েছেন। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নের জবাবে এমনই তথ্য তুলে ধরলেন উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রী ব্রাত্য বসু।
প্রশ্নটি তোলেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। তিনি জানতে চান, রাজ্যের ছাত্রছাত্রীরা দেশের বা বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের জন্য এই কার্ড মারফত ঋণ পাচ্ছেন কি না। সেইসঙ্গে জানতে চান, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছরে ঠিক কতজন এই সুবিধা পেয়েছেন। শিক্ষামন্ত্রী জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য, যাতে আর্থিক কারণে কোনও ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়। দেশের বাইরেও পড়তে যাওয়া বহু ছাত্রছাত্রী এই সুবিধার আওতায় এসেছেন।
–
–
–
–
–
–
–
–
–
–
–