বুধবার সারা দেশের সঙ্গে হুগলির ঐতিহাসিক শহর শ্রীরামপুরের মাহেশের (Mahesh) ৬২৯ বছরের প্রাচীন জগন্নাথ দেবের স্নান পর্ব (Snan Yatra) শুরু হচ্ছে। এদিন সকাল সাতটায় প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মূল মন্দিরের গর্ভ গৃহ থেকে নিয়ে আসা হয় মন্দির সংলগ্ন স্নান পিরি ময়দানের স্নান মন্দিরে। সেখানে সকালেই দেওয়া হয় বাল্য ভোগ। এরপর করা হয় বিশেষ পূজা অর্চনা।
জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান এ বছরের মূল আকর্ষণ হচ্ছে অভিষেক উৎসব। দেশের বিভিন্ন নদ নদী থেকে নিয়ে আসা জল, সুগন্ধী আতর, চন্দন, মহার্ঘ্য দ্রব্য দিয়ে চলবে অভিষেক পর্ব। সাজানো হবে অনিন্দ্য সুন্দর পুষ্প বেশে।
তারপর বেলা ১২:১০ মিনিটে ছিল সেই মাহেন্দ্রক্ষণ। হাজার হাজার ভক্তের উল্লাস ও জয় জগন্নাথ ধ্বনিতে সম্পন্ন হয় প্রভুর স্নান পর্ব (Snan Yatra)। ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানা হয় তিন বিগ্রহকে। সেই সঙ্গে সারাদিন এই মন্দিরেই এই বিরাজ করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই স্নান মন্দির থেকেই ভক্তদের দর্শন দেবেন।
–
–
–
–
–
–
–
–
–
–