Wednesday, July 2, 2025

স্নানযাত্রায় উৎসবমুখর দিঘা, পৌঁছল মুখ্যমন্ত্রীর বাড়ির আম-কাঁঠাল

Date:

Share post:

স্নানযাত্রার প্রস্তুতিতে চূড়ান্ত পর্ব সারা দিঘার জগন্নাথ মন্দিরে। সেই উৎসবে নতুন রঙ যোগ করল মুখ্যমন্ত্রীর বাড়ির আম-কাঁঠাল। প্রথমবার দিঘায় জগন্নাথের (Lord Jagannath) স্নানযাত্রায় পরিবেশিত হতে চলেছে যে ভোগ, তার সঙ্গে যুক্ত হবে সেই উপহারও। সেই উদ্দেশ্যেই বুধবার স্নানযাত্রার (Snan Yatra) আগেই দিঘায় (Digha) পৌঁছে গেল আম-কাঁঠাল।

নিজের বাড়ির গাছ ও ফলের সুখ্যাতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অনেক সময়ই করতে শোনা গিয়েছে। বাড়িতে ভালো ফুল ফুটলে তার ছবিও তিনি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। রাজ্যের অন্যতম উৎসবে তাই তিনি নিজের বাড়ির ফল অর্পণ করবেন না, তা যেন হয় না। তাই স্নানযাত্রায় (Snan Yatra) নিজের বাগানের আম-কাঁঠাল মুখ্যমন্ত্রী নিবেদন করলেন প্রভু জগন্নাথের (Lord Jagannath) উদ্দেশ্যে।

দিঘায় (Digha) এই প্রথম জগন্নাথ দেবের স্নানযাত্রা। সকাল থেকে জগন্নাথ মন্দিরে শুরু হয়ে গিয়েছে না না উপচার। স্নানযাত্রার পর যখন ৫৬ ভোগ অর্পণ করা হবে সেখানেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মুখ্যমন্ত্রীর বাড়ির আম ও কাঁঠাল দেওয়া হবে। মন্দির ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, “মুখ্যমন্ত্রীর বাড়ির গাছের আম ও কাঁঠাল ইতিমধ্যে দিঘার জগন্নাথ মন্দিরে (Jagannath temple) এসে পৌঁছেছে। তা আজ ভগবানকে ৫৬ ভোগের সাথে অর্পণ করা হবে।”

ইতিমধ্যে জগন্নাথের স্নানযাত্রার জন্য ইসকন (ISCKON) থেকে এসেছে ৩০ জন সন্ন্যাসী। তারাই ১০৮ টি তীর্থক্ষেত্রের জল দিয়ে স্নান করানোর দায়িত্বে তাঁরাই। তার আগে খোল কর্তালের মাধ্যমে পাহাণ্ডী বিজয় উপচার। ১০৮ টি তীর্থক্ষেত্রের জলের সঙ্গে মেশানো হবে কাঁচা দুধ, আতর ও চন্দন। এই স্নানযাত্রার পরে রাতে গজবেশে দেখা দেবেন জগন্নাথ। এরপরই বিধি অনুযায়ী তাঁর জ্বর আসবে। তিনি অন্তঃপুরে যাবেন এক পক্ষের জন্য।

spot_img

Related articles

কসবা ল’কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

আইন কলেজে (South Calcutta Law College)পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় বুঝে সকালে কসবা ল কলেজে পৌঁছে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University...

নিম্নচাপ সরলেও ঝড়-বৃষ্টি কমবে না রাজ্যে, বিক্ষিপ্ত বৃষ্টি জেলায় জেলায় 

মৌসুমী বায়ুর প্রভাব কমেছে, নিম্নচাপ সরতে শুরু করেছে। আর এই দুই ঘটনার প্রভাব পড়েছে আবহাওয়ায়। বুধের সকাল থেকে...

হাওড়ায় প্রশাসনিক ভবনের সামনে ইউক্যালিপটাস গাছ ভেঙে মৃত ২!

বুধের সকালে হাওড়া পুরনিগমের (Howrah Municipal corporation) প্রধান প্রশাসনিক ভবনের সামনে দুর্ঘটনা। পৌনে ন’টা নাগাদ আচমকাই ভেঙে পড়ল...

শুভমনদের হোটেলের সামনে রহস্যময় পার্সেল! বার্মিংহামে প্রশ্নের মুখে টিম ইন্ডিয়ার নিরাপত্তা

আজ শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট Ind vs Eng 2ndTest) । প্রথম টেস্টে হেরে পাঁচ ম্যাচের...