Tuesday, November 11, 2025

নাবালিকাকে ধর্ষণ-খুন করে দেহ লোপাটের চেষ্টা, দোষীর মৃত্যুদণ্ড জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের

Date:

ধূপগুড়ি (Dhupguri) থানার পুলিশ প্রশাসনের তদন্ত ও দ্রুত পদক্ষেপের ফলে ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী হরিপদ রায়কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ির (Jalpaiguri) বিশেষ পকসো আদালত (Court)।

দীর্ঘ বিচারপ্রক্রিয়ার মধ্যে পুলিশের নিষ্ঠা, দক্ষতা এবং মানবিক সংবেদনশীলতা নজর কাড়ার মতো। ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধেয় ধূপগুড়ি থানার ভান্দানির টুকলিমারিতে এক নাবালিকা নিখোঁজ হওয়ার খবর পায় পুলিশ। অভিযোগ পাওয়ার পরই থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। নিখোঁজ নাবালিকার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। এর মাত্র দু’দিনের মাথায়, ১ অক্টোবর সন্ধে ৭টা নাগাদ গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজি পাড়ার ডুডুয়া নদীতে বস্তা দেখে স্থানীয়রা খবর দেন থানায়। সঙ্গে সঙ্গে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুংগা এবং একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করেন। তার ভিতরে থাকা মৃতদেহটি জলপাইগুড়ি (Jalpaiguri) হাসপাতালে পাঠানো হয় শনাক্তকরণের জন্য। পরে মৃতদেহটিকে নিখোঁজ মেয়েটির বলেই শনাক্ত করেন তার বাবা। প্রায় ২০ কিলোমিটার দূরে পাওয়া গিয়েছিল নাবালিকার নিথর দেহ।

ঘটনার গুরুত্ব বুঝে তদন্তের ভার দেওয়া হয় ধূপগুড়ি থানার সাব-ইন্সপেক্টর সুমিত মুক্তানকে। দায়িত্ব বুঝে নেওয়ার পরই তিনি প্রমাণ সংগ্রহে তৎপর হন। ২ অক্টোবর গ্রেফতার করা হয় টুকলিমারির বাসিন্দা হরিপদ রায় (৩১)-কে। ধৃত অভিযুক্ত নাবালিকার প্রতিবেশী ছিলেন। সে মাঝেমধ্যেই টেলিভিশন দেখতে অভিযুক্তের বাড়িতে যেত। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করে নেয়। ২৯ সেপ্টেম্বর সে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায়, সেখানে তাকে ধর্ষণ করে ও পরে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে সে মৃতদেহটি নদীতে ফেলে দেয়। এই ঘৃণ্য অপরাধের তদন্তে পুলিশ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬AB (নাবালিকাকে ধর্ষণ), ৩০২ (খুন), ২০১ (প্রমাণ লোপাট) এবং পকসো আইনের ৬ ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করে। তদন্তকারী অফিসার সুমিত প্রয়োজনীয় মেডিক্যাল রিপোর্ট, ফরেনসিক নমুনা, সাক্ষী ও ঘটনার পুনর্নির্মাণের মাধ্যমে অত্যন্ত দ্রুততার সঙ্গে ১৮ নভেম্বর ২০২৩-এর মধ্যেই চার্জশিট দাখিল করেন। মামলার শুনানি চলে জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতে।
আরও খবরঅবশেষে রাজাকে খুনের কথা স্বীকার সোনমের, তৈরি ছিল প্ল্যান বি!

আদালতে দীর্ঘ বিচারপর্ব শেষে, বুধবার বিচারক রিন্টু সুর অভিযুক্ত হরিপদ রায়কে মৃত্যুদণ্ডের আদেশ দেন, পাশাপাশি তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টার জন্য ৭বছরের জেল ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version