নির্বাচনের হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মামলা দায়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) বিরুদ্ধে। সেই মামলায় প্রিয়াঙ্কাকে নোটিশ জারি করল কেরালা হাই কোর্ট (Kerala High Court)। অভিযোগকারী ওয়েনাড় (Wayanad) কেন্দ্রের বিজেপি প্রার্থী নব্য হরিদাস।
২০২৪ ওয়েনাড় উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হরিদাসের অভিযোগ, হলফনামায় (affidavit) যে সম্পত্তির হিসাব পেশ করেছেন প্রিয়াঙ্কা তাতে তিনি নিজের স্থাবর সম্পত্তির যে হিসাব দিয়েছেন তা সম্পূর্ণ নয়। সেক্ষেত্রে এই দাবি সত্যি হলে তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন প্রক্রিয়া তাকে অসম্মান করেছেন। তিনি সকলকে ভুল তথ্য পেশ, বিপথে চালনা ও অন্ধকারে রাখার মতো অপরাধ করেছেন।
প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) নিজস্ব সম্পত্তি ও তাঁর স্বামীর সম্পত্তি নিয়ে ভুল তথ্য পরিবেশনের অভিযোগ করেন বিজেপি প্রার্থী, যিনি প্রায় ৫ লক্ষ ভোটে পরাজিত হয়েছিলেন উপনির্বাচনে। কেরালা হাই কোর্টের (Kerala High Court) বিচারপতি কে বাবু এই মামলা গ্রহণ করে প্রিয়াঙ্কাকে নোটিশ জারি করার নির্দেশে দেন। মামলার পরবর্তী শুনানি অগাস্ট মাসে।
–
–
–
–
–
–
–
–
–
–
–