বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের (Bengal Pro T 20 League) দ্বিতীয় সিজনের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বুধের সন্ধ্যায় ঝলমলে ইডেন গার্ডেনস। ভারত-পাকিস্তান (India vs Pakistan) যুদ্ধের আবহে পিছিয়ে দেওয়া হয়েছিল সূচি। অবশেষে ১১ জুন বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত। এবারের অনুষ্ঠানকে আরও জমকালো করতে চাইছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ সুনিধি চৌহানের (Sunidhi Chauhan) পারফরম্যান্স ।
‘ধুম মাচালে’ গায়িকার গানে গানে শেষে ট্রফি নিয়ে মাঠে আসেন ঋদ্ধিমান সাহার। সঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas),দমকলমন্ত্রী সুজিত বসু, বিধায়ক দেবাশিস কুমার, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়রা।
প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের দুই যুগ্ম চ্যাম্পিয়ন সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংস। বুধবার শুধু পুরুষদের একটাই ম্যাচ হবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে টুর্নামেন্টের মহিলাদের বিভাগ। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে হবে মহিলাদের ম্যাচগুলি। মহম্মদ শামিকে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ড্রাফটিংয়ে রাখা হয়েছিল। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী বাংলার বোলারকে এই টুর্নামেন্টে পাওয়া যাবেনা।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–