Thursday, November 6, 2025

বিজেপির স্টিকার লাগিয়ে গাড়ি পিষলো পুলিশকে! বিহারে মৃত মহিলা কনস্টেবল

Date:

স্টিকারের মহিমা! বিহারে পুলিশের নাকা চেকিং এড়াতে বিজেপি স্টিকারই (BJP sticker) যথেষ্ট! এমনটাই হয়তো মনে করেছিল এক এসইউভি গাড়িচালক। পুলিশ আটকাতেই পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় এসইউভি (SUV) চালক। বিহারের পাটনায় এই ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা কনস্টেবলের (lady constable)। আহত আরও দুই পুলিশ কর্মী। গোটা ঘটনায় বিজেপির দিকে প্রশ্ন ছুড়েছে বাংলার শাসক দল তৃণমূল।

পাটনার (Patna) এস কে পুরী থানা এলাকায় অটল পথে বুধবার রাতে নাকা চেকিং চালাচ্ছিল বিহার পুলিশ। সম্প্রতি একাধিক শুট আউটের ঘটনা বিহার প্রশাসনের ঘুম কেড়েছে। যার ফলে বিরোধীদের চাপে লাগাতার নাকা চেকিং-এর পথে নীতীশ প্রশাসন। বুধবার সেরকমই একটি নাকা চেকিং-এর সময় অটল পথে দাঁড় করানো হয় সব গাড়িকে। কিন্তু বিজেপির স্টিকার (BJP sticker) লাগানো গাড়িটি দাঁড়াতে রাজি হয়নি।

পুলিশের বাধা না মেনে কর্মরত পুলিশদের দিকে সোজা গাড়ি চালিয়ে দেন এসইউভি (SUV) চালক। ধাক্কা লাগে মহিলা কনস্টেবল কোমল কুমারীর ও আরও দুই কর্তব্যরত পুলিশকর্মীর। পুলিশকে ধাক্কা মেরেই পালানোর চেষ্টা করেন এসইউভি চালক। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা দ্রুত তাকে ধরে ফেলে।

আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলা কনস্টেবলকে (lady constable) চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে কী কারণে নাকা চেকিং এড়িয়ে বিজেপির স্টিকার লাগানো গাড়িটি পালানোর চেষ্টা করছিল তা নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন।

যে বিজেপি নেতারা বিরোধী পরিচালিত রাজ্যগুলিতে ছোটখাটো ঘটনাতে প্রশ্ন তোলে এবার তাদের দিকেই প্রশ্ন বাংলার শাসক দল তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, পাটনায় রাস্তায় রুটিন চেকিংয়ের সময় বিজেপির ঝান্ডা লাগানো গাড়ি পিষে দিল তিন পুলিশকে। তার মধ্যে এক মহিলা পুলিশের মৃত্যু। দুজন গুরুতর জখম। বাংলায় হলে বিরোধীরা রাষ্ট্রপতি শাসন চাইতেন নিশ্চয়ই। বিজেপি কিছু বলবে?

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version