ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল

Date:

Share post:

আহমেদাবাদে(Ahmedabad) ভয়াবহ বিমান দুর্ঘটনা(Plane Crash)। টেক অফ করার পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়া(Air India) বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। ভয়ঙ্কর দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে আকাশ ঢেকেছিল কালো ধোঁয়ায়। এখনও পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী ২৪২ জন যাত্রীই প্রাণ হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। এমন মর্মান্তিক ঘটনাতেই শোকাহত গোটা দেশ। রাজনৈতিক মহল থেকে ক্রীড়ামহল। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সকলে। এমন হৃদয় বিদারক ঘটনায় সোশ্যাল মিডিয়াতে শোক জ্ঞাপন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly), বিরাট কোহলি থেকে থেকে প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররা। শোক প্রকাশ করেছে ইস্টবেঙ্গল ক্লাব(Eastbengal) সহ ভারতীয় ফুটবল ফেডারেশও। এমন ঘটনায় শোকস্তপ্ত তারাও।

ভারতবর্ষের মাটিতে এর আগে এত বড় বিমান দুর্ঘটনা কখনও ঘটেছে কিনা তা অনেকের স্মৃতিতেই নেই। গুজরাটের এই ঘটনায় শোকস্তব্ধ সমগ্র দেশ। বৃহস্পতিবার দুপুরবেলায় এয়ার ইন্ডিয়ার বিমানটি ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই সব শেষ। মেঘানী নগরে ভেঙে পড়ে আহমেদাবাদ-লন্ডন বিমান।

এমন ঘটনার খবর দেখার পরই শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়া মহলও। সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) লিখেছেন, “আহমেদাবাদের মর্মান্তিক বিমাবন দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্তদের পরিবার এবং প্রিয়জনদের জন্য আমার আন্তরিক প্রার্থণা। এই চরম দুঃখের সময় তারা যেন শান্তি পায়”। সৌরভের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেই শোকজ্ঞাপন করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা।

এই মুহূর্তে গুজরাটেই রয়েছেন হার্দিক পান্ডিয়া(Hardik Pandya)। তাঁর রাজ্যে এমন ঘটনা দেখে হতবাক তিনিও। শোক প্রকাশ করেছে হার্দিক পান্ডিয়া লিখেছেন, “আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনা হৃদয় বিদারক একটি ঘটনা। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থণা করি এবং এই মুহূর্তে তারা যেন শক্তি পায়”।

হার্দিক সৌরভের পাশাপাশি যুবরাজ সিং, শিখর ধওয়ান সহ অন্যান্যরাও এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন।

টেক অফের সময় বিমান ভেঙে পড়ার পরই বিরাট আওয়াজ এবং সেই সঙ্গে বিরাট আগুনের গোলা দেখতে পায় সকলে। এরপরই আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়াতে। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু হয়। সেখানে ভারতীয়দের পাশাপাশি ব্রিটিশ, পর্তুগালের নাগরিকরাও যাত্রী হিসাবে ছিলেন। এখনও পর্যন্ত মনে করা হচ্ছে সকলেই হয়ত প্রাণ হারিয়েছেন।

কেন এমন ঘটনা হয়েছে, এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। কিন্তু এই বিমাব দুর্ঘটনায় ভারতের আকাশে এদিন শোকের ছায়া।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...

অপারেশন ব্লু-স্টারের ভুলে শুধু ইন্দিরা গান্ধী দায়ী নন: চিদাম্বরমের বক্তব্যে বিতর্ক

খালিস্তানি জঙ্গিদের দমন করতে ১৯৮৪ সালে যে অপারেশন ব্লুস্টার সংঘটিত করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার,...

আরসিবির সঙ্গে চুক্তিতে অনীহা, আইপিএল থেকেও অবসর নেবেন কোহলি!

টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।...