Thursday, November 6, 2025

সবকিছু ঠিকঠাক চললে হেডিংলিতে ইংল্যান্ডের(England) বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে ফিরতে চলেছেন করুন নায়ার(Karun Nair)। তাঁকে নিয়ে আশাবাদী ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল। সেইসঙ্গে করুন নায়ারের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিয়েছেন রাহুল(KL Rahul)। কয়েকদিন আগে ভারতীয়-এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে নেমেছিলেন করুন নায়ার(Karun Nair)। সেখানে দ্বিশতরানের ইনিংসও খেলেছিলেন তিনিষ এরপর থেকেই যেন করুণ নায়ারকে নিয়ে প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছে।

ভারতীয় দলে টেস্ট অভিষেকটা বেশ ভালভাবেই হয়েছিল করুন নায়ারের। কেরিয়ারের শুরুতেই পেয়েছিলেন ত্রিশতরান। এরপর অবশ্য কয়েকটা ম্যাচে খারাপ পারফরম্যান্স করার কারণে দল থেকে বাদ পড়েছিলেন। ভারতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের সম লাগল প্রায় ৭ বছর। আবারও করুন নায়ারের সঙ্গে একসঙ্গে মাঠে নামার সুযোগ পেয়েছেন কেএল রাহুল। সেই ম্যাচের আগে বিশেষ বার্তা ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের।

কেএল রাহুল(KL Rahul) জানিয়েছেন, “আমি একটাই কথা বলব যে তাঁর এমন প্রত্যাবর্তনটা যেমন অনুপ্রেরণামূলক তেমনই তাঁকে নিয়ে আমরা অত্যন্ত আশাবাদীও। এখানে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আর সেটাই ভারতের হয়ে যখন টেস্ট ম্যাচে নামবেন তিনি সেটা করুন নায়ারকে অত্যন্ত সাহায্য করবে”।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে করুন নায়ার দ্বিশতরান করার পর থেকেই তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারতীয় দল। সেখানেই করুন নায়ারকে ভারতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষায় সকলে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version