Wednesday, November 5, 2025

সবকিছু ঠিকঠাক চললে হেডিংলিতে ইংল্যান্ডের(England) বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে ফিরতে চলেছেন করুন নায়ার(Karun Nair)। তাঁকে নিয়ে আশাবাদী ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল। সেইসঙ্গে করুন নায়ারের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিয়েছেন রাহুল(KL Rahul)। কয়েকদিন আগে ভারতীয়-এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে নেমেছিলেন করুন নায়ার(Karun Nair)। সেখানে দ্বিশতরানের ইনিংসও খেলেছিলেন তিনিষ এরপর থেকেই যেন করুণ নায়ারকে নিয়ে প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছে।

ভারতীয় দলে টেস্ট অভিষেকটা বেশ ভালভাবেই হয়েছিল করুন নায়ারের। কেরিয়ারের শুরুতেই পেয়েছিলেন ত্রিশতরান। এরপর অবশ্য কয়েকটা ম্যাচে খারাপ পারফরম্যান্স করার কারণে দল থেকে বাদ পড়েছিলেন। ভারতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের সম লাগল প্রায় ৭ বছর। আবারও করুন নায়ারের সঙ্গে একসঙ্গে মাঠে নামার সুযোগ পেয়েছেন কেএল রাহুল। সেই ম্যাচের আগে বিশেষ বার্তা ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের।

কেএল রাহুল(KL Rahul) জানিয়েছেন, “আমি একটাই কথা বলব যে তাঁর এমন প্রত্যাবর্তনটা যেমন অনুপ্রেরণামূলক তেমনই তাঁকে নিয়ে আমরা অত্যন্ত আশাবাদীও। এখানে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আর সেটাই ভারতের হয়ে যখন টেস্ট ম্যাচে নামবেন তিনি সেটা করুন নায়ারকে অত্যন্ত সাহায্য করবে”।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে করুন নায়ার দ্বিশতরান করার পর থেকেই তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারতীয় দল। সেখানেই করুন নায়ারকে ভারতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষায় সকলে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version