ভারতে বিমান দুর্ঘটনা নতুন নয়। বেশ কিছু দুর্ঘটনায় শতাধিক মৃত্যুও হয়েছে। বিমান চালকের (pilot) ভুলের পাশাপাশি খারাপ আবহাওয়াও দুর্ঘটনাগুলির (plane crash) জন্য দায়ী।

১২ জুন, ২০২৫ আহমেদাবাদ – এখনও পর্যন্ত গোটা বিশ্বকে নাড়িয়ে দেওয়ার মতো দুর্ঘটনা। বিমানের ২৪২ যাত্রীর পাশাপাশি মৃত আহমেদাবাদ শহরের বাসিন্দারাও যাঁদের উপর ভেঙে পড়ে বিমান। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

৭ অগাস্ট, ২০২০ কোঝিকোড়ে – প্রবল বৃষ্টিতে অবতরণের সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট রানওয়ে (runway) থেকে পিছলে পড়ে যায়। ১৯০ যাত্রীর মধ্যে ২১ যাত্রী ও কর্মীর মৃত্যু হয়।

২২ মে, ২০১০ ম্যাঙ্গালোর – এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানটি রানওয়ে ছেড়ে বেশি চলে যাওয়ায় খাদে গিয়ে পড়ে। মৃত্যু ১৫৮ যাত্রীর।

১৭ জুলাই, ২০২০ পাটনা – অ্যালায়েন্স এয়ার ফ্লাইট বিহারের পাটনায় অবতরণের সময় ঘন বসতি এলাকায় ভেঙে পড়ে। পথচারী ৫ জনসহ মোট ৬০ জনের মৃত্যু হয়।

১২ নভেম্বর, ১৯৯৬ চারকি দাদরি – ভারতের সবথেকে বড় বিমান দুর্ঘটনা হরিয়ানার চরকি দাদরির দুর্ঘটনা। সৌদি ফ্লাইট ৭৬৩ ও কাজাখস্তান এয়ারলাইন্স ১৯০৭ সংঘর্ষে জড়ায়। কাজাখস্তানের বিমানটি নির্দিষ্ট উচ্চতার থেকে কম ওড়ায় দুর্ঘটনা ঘটে। ৩৪৯ জনের মৃত্যু হয় দুই বিমান মিলিয়ে।

১৪ ফেব্রুয়ারি, ১৯৯০ বেঙ্গালুরু – ইন্ডিয়ার এয়ারলাইন্সের এয়ারবাস এ ৩২০ বিমান দুর্ঘটনা। চালকের (pilot) ভুলে কম উচ্চতায় ওড়ায় গলফ কোর্সে ভেঙে যায়। ১৪৬ যাত্রীর মধ্যে ৯২ জনের মৃত্যু হয়।

–

–

–

–
–
–
–