এবার কী ভারতের মাটিতে হবে এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cup) আসর। সবকিছু ঠিক ঠাক চললে তেমনটাই কিন্তু হতে চলেছে। ২০৩১ সালের এএফসি এশিয়ান কাপ(AFC Asian Cup) হতে পারে ভারতে। এদিন ফেডারেশনের তরফে তেমনই ইঙ্গিত। আগামী ২০৩১ সালের এএফসি এশিয়ান কাপের জন্য বিড করতে চলেছে ভারত। শুক্রবারই সাংবাদিক সম্মেলনে সেই কথা ঘোষণা করেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের(AIFF) সভপতি কল্যাণ চৌবে(Kalyan Chaubey)।

শুধুমাত্র এএফসি এশিয়ান কাপই(AFC Asian Cup) নয়, “অন্যান্য এএফসির প্রতিযোগিতাও ভারতের মাটিতে করার উদ্যোগ নিচ্ছে ফেডারেশন। এদিন সাংবাদিক সম্মেলনে ফেডারেশন সভাপতি জানিয়েছেন, আমরা আগামী ২০৩১ সালের এএফসি এশিয়ান কাপের আয়োজক হওয়ার জন্য বিড করতে চলেছি। ভারতের মাটিতে এএফসির আরও অন্যান্য প্রতিযোগিতা নিয়ে আসারও চেষ্টা চলছে”।

কিন্তু এতকিছুর মধ্যেও একটা সমালোচনা কিন্তু ফেডারেশনের পিছু ছাড়ছে না। ভারতীয় দলের পারফরম্যান্স। বেশ কয়েকদিন আগে ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের ভারতের হয়ে খেলানোর চেষ্টার কথা শোনা গিয়েছিল। এই মুহূ্র্তে বেশিরভাগ দেশই তাই করছে। কিন্তু ফে়ডারেশনের মুখে সেই কথা শোনা গেলেও, কাজে কেন হচ্ছে না এই নিয়েও প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই কাজও যে আরম্ভ হয়েছে তা নিয়েও মুখ খুললেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ইতিমধ্যে ৩৩ জন ফুটবলারদের সঙ্গে নাকি যোগাযোগও করা হয়েছে তাদের তরফে।

তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে ৩৩ জন ফুটবলারদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের ওভারসিজ সিটিজেনশিপ অব ইন্ডিয়া কার্ডও রয়েছে। ফিফা রেগুলেশন মেনে কেমনভাবে তাদের ভারতীয় দলে আনা যায় সেই কাজই আমরা চালাচ্ছি”।

ফেডারেশনের তরফে এই কথা বলা হলেও, কবে যে সেই ফুটবলাররা আসবেন তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা নেই। এই বছরের শুরুর দিকেই এই উদ্যোগের কথা শোনা গিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত একজনও আসেনি। এএফসি এশিয়ান কাপেও ভারতের পারফরম্যান্স নিম্নগামী।

শেষ ম্যাচেও হংকংয়ের কাছে হেরে গেছে ভারত। ভারত এএফসি এশিয়ান কাপ আয়োজনের চেষ্টা শুরু করেছে। কিন্তু এবার কী ভারতীয় দল সেই প্রতিযোগিতায় নামতে পারবে, চলছে জোর জল্পনা।

–

–

–

–

–
–
–
–
–
–
–