Thursday, January 15, 2026

২০৩১ এএফসি এশিয়ান কাপের আয়োজনের চেষ্টায় ফেডারেশন

Date:

Share post:

এবার কী ভারতের মাটিতে হবে এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cup) আসর। সবকিছু ঠিক ঠাক চললে তেমনটাই কিন্তু হতে চলেছে। ২০৩১ সালের এএফসি এশিয়ান কাপ(AFC Asian Cup) হতে পারে ভারতে। এদিন ফেডারেশনের তরফে তেমনই ইঙ্গিত। আগামী ২০৩১ সালের এএফসি এশিয়ান কাপের জন্য বিড করতে চলেছে ভারত। শুক্রবারই সাংবাদিক সম্মেলনে সেই কথা ঘোষণা করেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের(AIFF) সভপতি কল্যাণ চৌবে(Kalyan Chaubey)।

শুধুমাত্র এএফসি এশিয়ান কাপই(AFC Asian Cup) নয়, “অন্যান্য এএফসির প্রতিযোগিতাও ভারতের মাটিতে করার উদ্যোগ নিচ্ছে ফেডারেশন। এদিন সাংবাদিক সম্মেলনে ফেডারেশন সভাপতি জানিয়েছেন, আমরা আগামী ২০৩১ সালের এএফসি এশিয়ান কাপের আয়োজক হওয়ার জন্য বিড করতে চলেছি। ভারতের মাটিতে এএফসির আরও অন্যান্য প্রতিযোগিতা নিয়ে আসারও চেষ্টা চলছে”।

কিন্তু এতকিছুর মধ্যেও একটা সমালোচনা কিন্তু ফেডারেশনের পিছু ছাড়ছে না। ভারতীয় দলের পারফরম্যান্স। বেশ কয়েকদিন আগে ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের ভারতের হয়ে খেলানোর চেষ্টার কথা শোনা গিয়েছিল। এই মুহূ্র্তে বেশিরভাগ দেশই তাই করছে। কিন্তু ফে়ডারেশনের মুখে সেই কথা শোনা গেলেও, কাজে কেন হচ্ছে না এই নিয়েও প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই কাজও যে আরম্ভ হয়েছে তা নিয়েও মুখ খুললেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ইতিমধ্যে ৩৩ জন ফুটবলারদের সঙ্গে নাকি যোগাযোগও করা হয়েছে তাদের তরফে।

তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে ৩৩ জন ফুটবলারদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের ওভারসিজ সিটিজেনশিপ অব ইন্ডিয়া কার্ডও রয়েছে। ফিফা রেগুলেশন মেনে কেমনভাবে তাদের ভারতীয় দলে আনা যায় সেই কাজই আমরা চালাচ্ছি”।

ফেডারেশনের তরফে এই কথা বলা হলেও, কবে যে সেই ফুটবলাররা আসবেন তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা নেই। এই বছরের শুরুর দিকেই এই উদ্যোগের কথা শোনা গিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত একজনও আসেনি। এএফসি এশিয়ান কাপেও ভারতের পারফরম্যান্স নিম্নগামী।

শেষ ম্যাচেও হংকংয়ের কাছে হেরে গেছে ভারত। ভারত এএফসি এশিয়ান কাপ আয়োজনের চেষ্টা শুরু করেছে। কিন্তু এবার কী ভারতীয় দল সেই প্রতিযোগিতায় নামতে পারবে, চলছে জোর জল্পনা।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...