Tuesday, November 4, 2025

কীভাবে ওখান থেকে বেরিয়ে এলাম? হাসপাতালের বেডে শুয়ে ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন বিশ্বাস

Date:

Share post:

রাখে হরি মারে কে! বহু ব্যবহারে ক্লিশে হলেও আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র জীবিত বিশ্বাসকুমার রমেশের (Biswas Kumar Ramesh) ক্ষেত্রে একটা প্রবাদ বলা যায়। এয়ার ইন্ডিয়ার (Air India) অভিশপ্ত বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ১১এ সিটে ছিলেন বিশ্বাসকুমার। কেমন ছিলন সেই সময়ের অভিজ্ঞতা? হাসপাতালের বেডে শুয়ে জানান তিনি।

আদতে গুজরাটের বাসিন্দা হলেও বিশ্বাসকুমার রমেশ (Biswas Kumar Ramesh) এখন বিট্রিশ নাগরিক। লন্ডনে তাঁর স্ত্রী-সন্তান রয়েছেন। তিনি এসেছিলেন গুজরাটের (Gujrat) বাড়িতে। বৃহস্পতিবার, দুপুরে এআই ১৭১ বিমানটি আহমেদাবাদের টার্মিনাল ২ থেকে উড়ান শুরু করে। ৯ ঘণ্টা ৪৫ মিনিটের উড়ান শেষে নামার কথা ছিল লন্ডনের গ্যাটউইকে। ১১এ সিটটিতে বসেছিলেন বছর ৪১-এর বিশ্বাসকুমার। সঙ্গে ছিলেন দাদা অজয় কুমার রমেশ। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরে হঠাৎ দেখা যায়, ধ্বংসস্তূপের ভিতরে থেকে ফিনিক্স পাখির মতো বেরিয়ে আসছেন একজন। তিনিই বিশ্বাস। হেঁটেই বেরিয়ে আসেন তিনি। ভর্তি করা হয় হাসপাতালে (Hospital)। শুক্রবার, সেই হাসপাতালের বেডে শুয়েই তিনি জানান, “টেক অফের ঠিক ৩০ সেকেন্ড পরই বিকট শব্দ শুনতে পেলাম। তারপরই বিমানটা ভেঙে পড়ল। আমি বিমানের সেই দিকে ছিলাম, যেটা হস্টেলের ফ্লোরের উপর পড়েছিল।“ রমেশ জানান, ”ভীষণ দ্রুত সবকিছু ঘটে গেল। আমি কীভাবে ওখান থেকে বেরিয়ে এলাম জানি না।” বিশ্বাস বলেন, যখন তিনি বুঝতে পারেন তাঁর পায়ের তলায় জমি রয়েছে, তখনই বেরিয়ে আসার চেষ্টা করেন।
আরও খবর: আহমেদাবাদের বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর জীবিত যাত্রীর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর 

হাসপাতাল সূত্রে খবর, বিশ্বাসকুমার বুকে ও মুখে চোট পেয়েছেন। ধ্বংসস্তূপ থেকে নিজের দাদাকে খুঁজে বের করার আর্জি জানান তিনি। কীভাবে তিনি বেঁচে গেলেন- তা নিয়ে বিষয়ের ঘোর কাটছে না বাড়ির লোকেদের।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...