আহমেদাবাদের বিমান দুর্ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এর খবরে শিরোনামে উঠে এলো এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Flight)। এবার ফুকেট থেকে দিল্লিগামী (Phuket to New Delhi) উড়ানে বোমাতঙ্ক! দ্রুত ১৫৬ যাত্রীবাহী বিমানটিকে থাইল্যান্ডে জরুরি অবতরণ করানো হয়। সকলকে নামিয়ে তল্লাশি শুরু করেন সিকিউরিটি অফিসাররা। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ এয়ার ইন্ডিয়ার AI 379 থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশে উড়েছিল। টেক অফের কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটির জরুরি অবতরণ করানো হয়। জানা যায় বোমাতাঙ্কের কারণে পাইলটরা বিমানটিকে আন্দামান উপকূলবর্তী এলাকা থেকে ফের থাইল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন। যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন। এখনও পর্যন্ত বিমান থেকে কোনও বোমা উদ্ধার হয়নি বলেই জানা গেছে। কীভাবে বোমাতঙ্কের খবর ছড়ালো তা নিয়ে মুখে কুলুখ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–