হাই কোর্টের রায়ে স্বস্তি, প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবেন NIOS থেকে D.El.Ed করা প্রার্থীরাও

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগে কলকাতা হাই কোর্টের (Calcutta Hight Court) রায়ে বড় স্বস্তি পেলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS) থেকে  D.El.Ed পাশ করা শতাধিক চাকরিপ্রার্থী। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলার শুনানিতে স্পষ্ট জানিয়েছেন, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না।

২০২২ সালে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ ১১৭৬৫টি শূন্যপদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু চলতি বছরের ৩০ মে একটি নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধুমাত্র সুপ্রিম কোর্টে আবেদনকারী NIOS-এর D.El.Ed প্রার্থীরাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta Hight Court) দ্বারস্থ হন একাধিক বঞ্চিত চাকরিপ্রার্থী। তাঁদের অভিযোগ ছিল, সুপ্রিম কোর্ট যে ছাড়পত্র দিয়েছে তা সকল NIOS থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য। পর্ষদ শুধুমাত্র মামলাকারীদের নিয়োগে সুযোগ দিয়ে আদালতের নির্দেশ লঙ্ঘন করেছে।

এদিন, সেই মামলার শুনানিতে বিচারপতি বলেন, “যাঁরা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে D.El.Ed করেছেন, তাঁরা প্রত্যেকেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। কেবল মামলাকারীরা সুযোগ পাবেন এমন হতে পারে না।” বিচারপতি আরও নির্দেশ দেন, পর্ষদকে প্রার্থীদের নথি যাচাই করে আলাদা একটি মেধাতালিকা তৈরি করতে হবে এবং তাঁদের পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। এই রায়ের ফলে বহু প্রশিক্ষিত প্রার্থীর জন্য খুলছে নিয়োগের দরজা। প্রাথমিক শিক্ষা দফতর সূত্রে খবর, আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। হাইকোর্টের নির্দেশে ফের নতুন আশার আলো দেখছেন বঞ্চিত প্রার্থীরা।

spot_img

Related articles

রানাকে ফের কটাক্ষ কুণালের, কী বললেন?

দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিবিদ কুণাল ঘোষ- কারও কাছেই...

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...

প্রাথমিকে নিয়োগ মুখ্যমন্ত্রীর বরাভয়: পুজোর পরে নিয়োগের বার্তা শিক্ষামন্ত্রীর

রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য কর্ম নিশ্চয়তা প্রদানে বর্তমান রাজ্য সরকার বরাবর অগ্রণী ভূমিকা নিয়েছে। আর এই নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ...

এখনও মেলেনি দেহাংশ: রামপুরহাট ছাত্রী খুনে ৯ দিনে চার্জশিট পুলিশের

রামপুরহাটের স্কুল ছাত্রীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেফতারের নয়দিনের মাথায় চার্জশিট পেশ করল রামপুরহাট থানার...