প্রাথমিক শিক্ষক নিয়োগে কলকাতা হাই কোর্টের (Calcutta Hight Court) রায়ে বড় স্বস্তি পেলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS) থেকে D.El.Ed পাশ করা শতাধিক চাকরিপ্রার্থী। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলার শুনানিতে স্পষ্ট জানিয়েছেন, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না।
২০২২ সালে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ ১১৭৬৫টি শূন্যপদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু চলতি বছরের ৩০ মে একটি নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধুমাত্র সুপ্রিম কোর্টে আবেদনকারী NIOS-এর D.El.Ed প্রার্থীরাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta Hight Court) দ্বারস্থ হন একাধিক বঞ্চিত চাকরিপ্রার্থী। তাঁদের অভিযোগ ছিল, সুপ্রিম কোর্ট যে ছাড়পত্র দিয়েছে তা সকল NIOS থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য। পর্ষদ শুধুমাত্র মামলাকারীদের নিয়োগে সুযোগ দিয়ে আদালতের নির্দেশ লঙ্ঘন করেছে।
এদিন, সেই মামলার শুনানিতে বিচারপতি বলেন, “যাঁরা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে D.El.Ed করেছেন, তাঁরা প্রত্যেকেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। কেবল মামলাকারীরা সুযোগ পাবেন এমন হতে পারে না।” বিচারপতি আরও নির্দেশ দেন, পর্ষদকে প্রার্থীদের নথি যাচাই করে আলাদা একটি মেধাতালিকা তৈরি করতে হবে এবং তাঁদের পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। এই রায়ের ফলে বহু প্রশিক্ষিত প্রার্থীর জন্য খুলছে নিয়োগের দরজা। প্রাথমিক শিক্ষা দফতর সূত্রে খবর, আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। হাইকোর্টের নির্দেশে ফের নতুন আশার আলো দেখছেন বঞ্চিত প্রার্থীরা।
–
–
–
–
–
–
–
–
–
–