Thursday, August 21, 2025

স্বামীর নামে লক্ষ্মীর ভাণ্ডার! বাম-কংগ্রেস জোটের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ

Date:

শাসকদল তৃণমূলের দিকে দুর্নীতি ইস্যুতে আঙুল তোলা বাম-কংগ্রেস (Left-Congress) জোটের বিরুদ্ধেই দুর্নীতির বড় অভিযোগ। তেহট্ট-১ ব্লকের কানাইনগর গ্রাম পঞ্চায়েতে প্রধানের স্বামীর নামে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা! অভিযোগ, দুয়ারে সরকারের ক্যাম্পে প্রভাব খাটিয়ে নিজের স্বামীর নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় ঢুকিয়েছেন কানাইনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান টগরী ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বিভিন্ন সরকারি দফতরে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন তেহট্টর তৃণমূল (TMC) নেতৃত্ব।

অভিযোগ, পঞ্চায়েত প্রধান টগরীর স্বামী নীলোৎপল ঘোষ ৪০ মাস অর্থাৎ প্রায় চার বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারের পোর্টালেও নীলোৎপলের নাম দেখা যাচ্ছে বলে বলে অভিযোগ পঞ্চায়েতের বিরোধীদল তৃণমূলের। শুধুমাত্র মহিলাদের স্বনির্ভরতার জন্য এই প্রকল্প করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পে কীভাবে পঞ্চায়েত প্রধানে স্বামীর নাম উঠল? প্রশ্ন তুলে সরব তৃণমূল।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। তাঁর কথায়, দুয়ারে সরকার ক্যাম্পে নথিপত্র জমা দিয়ে লক্ষীর ভান্ডারের আবেদন করেছিলেন টগরী। সেই টাকাই তিনি পাচ্ছেন। কিন্তু সেই টাকা স্বামীর অ্যাকাউন্টে ঢুকছে কি না সেটা না কি তিনি জানেন না। পোর্টালে স্বামীর নাম কী করে এলো, সেটাও না কি তিনি জানেন না।

কিন্তু প্রশ্ন উঠছে একজন পঞ্চায়েত প্রধান হয়ে টগরী এই সব জানেন না কেন! তাহলে, তাঁর অধীনে দুর্নীতি হলে তিনি ধরবেন কী করে? যে বাম-কংগ্রেস (Left-Congress) সব সময় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে, তাদের পঞ্চায়েত প্রধানই দুর্নীতিকে তোষণা করেন- অভিযোগ তৃণমূলের। ঘটনার তদন্তের দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version