আমেদাবাদের বিমান দুর্ঘটনার ঘটনাস্থল থেকে শুক্রবারই উদ্ধার হয়েছে ব্ল্যাকবক্স (black box) এবং ককপিট ডেটা রেকর্ডার। এই দুইয়ের সূত্র ধরে কেন এত বড় দুর্ঘটনা, কেন এত মৃত্যু তার রহস্যের সন্ধানে ডিজিসিএ। তবে এখনও পর্যন্ত যে পরিমাণ মৃত দেখানো হয়েছে বাস্তবে মৃতের সংখ্যা বেশি বলে দাবি বিভিন্ন মহলে। সেখানে কেন্দ্রীয় সরকারের কাছে তৃণমূল কংগ্রেসের দাবি যেন মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়। সেই সঙ্গে সর্বোচ্চ ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হল।
বৃহস্পতিবারের দুর্ঘটনার পরে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 9Abhishek Banerjee) গোটা ঘটনায় সর্বোচ্চ তদন্তের দাবী জানিয়েছিলেন। শুক্রবার পর্যন্ত বিভিন্ন মহলে বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়েছে। যার মধ্যে ইঞ্জিন বিকল হওয়া থেকে বিমানে পাখির ধাক্কা – সব রকম সম্ভাবনাই উঠে এসেছে। তৃণমূলের পক্ষ থেকে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, এত বড় দুর্ঘটনায় সবার আগে জানা প্রয়োজন বিমানটি পড়ে গেল কেন।
সেই সঙ্গে বিমানে রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একটি বিমান যা প্যারিস থেকে দিল্লি, দিল্লি থেকে আমেদাবাদ টানা সফর করেছে। সেখানে কোন সমস্যা হয়নি। তবে এই যে সময়ের তফাতে এত যাত্রা সেখানে পূর্ণাঙ্গ চেকআপ (checkup) বা রক্ষণাবেক্ষণ সম্ভব কিনা, যা নিয়ে প্রশ্ন থাকবে। কর্তৃপক্ষ কি করেছিলেন সেই বিষয়ে।
ইতিমধ্যেই যে মেডিকেল কলেজের হোস্টেলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার (Dreamliner) সেখানে কতজন চিকিৎসকের মৃত্যু হয়েছে তার সঠিক সংখ্যা প্রকাশিত হয়নি। মেডিকেল কলেজের পাশের রাস্তায় যানবাহন থেকে পথচারীদের মৃত্যুর ঘটনা জানা যায়নি। সেখানে তৃণমূলের দাবি, মৃতের (deceased) সঠিক সংখ্যা জানাতে হবে। এখনও বহু মানুষ আত্মীয়-স্বজনকে খুঁজছে, ছবি হাতে ঘুরে বেড়াচ্ছে। এত মানুষকে তাদের ন্যায় বিচার দিতে হবে।
–
–
–
–
–
–
–
–
–
–