Friday, July 11, 2025

নাট্যকার, সাহিত্যিক, শিক্ষাবিদ, মন্ত্রী! ‘এই অবগাহন’-এ বহু ব্রাত্যের উন্মোচন

Date:

Share post:

তিনি একাধারে মন্ত্রী, রাজনীতিক, নাট্যকার, কবি, ঔপন্যাসিক, শিক্ষক— অথচ কোনও এক পরিচয়ের গণ্ডিতে তাঁকে বাঁধা যায় না। সেই বহুমাত্রিক ব্রাত্য বসুকেই কেন্দ্র করে শনিবার প্রকাশ পেল সাহিত্যপত্রিকা ‘এই অবগাহন’-এর বিশেষ সংখ্যা। একশোরও বেশি প্রবন্ধে নির্মিত এই ব্রাত্য বসু-সংখ্যা যেন তাঁর জীবন ও কর্মের এক বিস্তৃত ক্যানভাস— যেখানে রাজনীতি আর সাহিত্য, মঞ্চ আর প্রশাসন এক আশ্চর্য সুরে মিশেছে।

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রেক্ষাগৃহে আয়োজিত এই বিশেষ প্রকাশ-অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং ব্রাত্য বসু ছাড়াও ছিলেন নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, লেখক প্রচেত গুপ্ত, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রমুখ। প্রকাশিত হল তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটও, যেখানে তাঁর রচিত ও নির্দেশিত নাটকের সংরক্ষিত তালিকা থেকে শুরু করে সামাজিক মাধ্যমে তাঁর উপস্থিতির সমস্ত খতিয়ান পাওয়া যাবে।

এই পত্রিকার প্রতিটি লেখায় ধরা পড়েছে ব্রাত্য বসুর সৃষ্টিশীলতার বহুবর্ণ চিত্র। কখনও নাট্যকার, কখনও কবি, কখনও অধ্যাপক, আবার কখনও এক অবিচল প্রশাসক— প্রতিটি স্তরে তাঁর ভূমিকা গভীর, সংবেদনশীল ও প্রশ্নসন্ধানী। এই জটিল ও বৈচিত্র্যময় ব্রাত্যকে ধরতেই যেন ‘এই অবগাহন’-এর এই প্রয়াস।

অনুষ্ঠানে নাটকের রোমাঞ্চ নিয়ে বলতে গিয়ে কুণাল ঘোষ বলেন, “সিনেমায় অনেকবার দৃশ্য ধারণ করা যায়। কিন্তু মঞ্চে প্রতিটি মুহূর্তই চূড়ান্ত পরীক্ষা। ব্রাত্য সেই অগ্নিপরীক্ষায় বহুবার উত্তীর্ণ। তিনি ইতিহাসকে উপন্যাসে রূপ দেন, আবার নাটকে তুলে আনেন জীবনের অন্য বাস্তবতাকে।”

তিনি আরও বলেন, “ব্রাত্য বসু শুধুই অভিনেতা নন, তিনি অভিনেতাদের ভেতর থেকেও নতুন কিছু বার করে আনতে জানেন। জমি আন্দোলনের সময় যেভাবে মাটির কাছে নেমে এসেছিলেন, সেটা ইতিহাসের দলিল হয়ে থাকবে।”

প্রচেত গুপ্ত বলেন, “এমন একটি দলিল তৈরি হল, যা আগামী দিনের জন্য গর্বের বস্তু। ব্রাত্যর সাহিত্যচর্চার জন্য তিনি এখনও যে সম্মান পাওয়ার যোগ্য, তা বাকি রয়ে গিয়েছে।”

নিজের প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত ব্রাত্য বসু বলেন, “আমি সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আসতে চাই না। তবে আজকের এই আয়োজন অন্যরকম। ৫০ বছর পর আমরা ক’জনই বা থাকব! তবু এই লেখাগুলি থাকবে। এই দলিল থাকবে।” তিনি জানান, এই সংখ্যায় যেমন সিনেমার পরিচালক, কবি, সাহিত্যিকদের লেখা রয়েছে, তেমনই রয়েছে তাঁর নানা দিকের মূল্যায়ন। “একশোর বেশি লেখা জোগাড় করে অরীন্দ্রজিৎ যে পরিশ্রম করেছে, তা সত্যিই অনবদ্য,” বলেন তিনি। তাঁর ভাষায়, “আমরা জানি না আগামী দিনের দরজা হঠাৎ করেই খুলে যাবে কিনা। কিন্তু যতদিন এই দরজাগুলি বন্ধ না হচ্ছে, ততদিন লিখে যেতে চাই, বলতে চাই, ভাবতে চাই।”

আরও পড়ুন – বিচার না মেলা পর্যন্ত চা ফুটবে! প্রতিবাদে ‘৪৯৮এ টি ক্যাফে’ খুললেন যুবক 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

তৃণমূল নেতা খুনের ঘটনায় শুক্রের সকালেও থমথমে ভাঙড় 

তৃণমূলের (TMC) চালতাবেড়িয়ার অঞ্চল নেতা রজ্জাক খাঁকে বৃহস্পতির ভরসন্ধ্যায় নৃশংসভাবে খুনের ঘটনায় শুক্রবার সকালেও থমথমে ভাঙড় (Bhangar)। রাতেই...

কপিল শর্মার ক্যাফেতে হামলার দায় স্বীকার খলিস্তানি জঙ্গির

কানাডায় সদ্য শুরু হওয়া জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে হামলার দায় নিল খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি।...

দিনে ১৬ বার সূর্য ওঠে মহাকাশ স্টেশনে! বিবৃতি জারি অ্যাক্সিয়ম স্পেসের

একদিন নাকি ১৬ বার সূর্যোদয় হয়! এও কি সম্ভব? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) দু সপ্তাহ কাটিয়ে...

নিম্নচাপ সরেছে, দক্ষিণবঙ্গে ‘স্ট্রং মনসুন ফ্লো’র পূর্বাভাস

সকাল থেকে পরিষ্কার আকাশ, নিম্নচাপ সরে গিয়ে দক্ষিণবঙ্গে আপাতত ঝেঁপে বৃষ্টির (Rain)সম্ভাবনা কম। তবে 'স্ট্রং মনসুন ফ্লো' চলার...