Wednesday, November 5, 2025

অতীতের স্মৃতি নিয়ে আগামীর উদযাপনে হাজরা পার্ক দুর্গোৎসবের খুঁটিপুজো

Date:

জ্যৈষ্ঠের তপ্ত আকাশে হালকা সাদা মেঘের দেখা মিলতেই ক্যালেন্ডারে চোখ রেখেছে বাঙালি। শরৎ আসতে আর কত দেরি? চলতি বছর সেপ্টেম্বরের শেষ লগ্নে দুর্গাবন্দনায় মেতে উঠবে গোটা বাংলা। শহর কলকাতার অন্যতম বড় পুজো হাজরা পার্ক দুর্গোৎসব (Hazra Park Durgotsab) কমিটি শনিবার খুঁটিপুজো সেরে ফেলল। ৮৩ বছরে পদার্পণ করতে চলেছে এবারের পুজো। এই পুজোর প্রধান উপদেষ্টা তথা পৃষ্ঠপোষক রাজ্যের মন্ত্রী শোভনদের চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। এদিন খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim), বিধায়ক দেবাশিস কুমার, অভিনেত্রী দর্শনা বণিক-সহ বহু বিশিষ্টরা।

হাজরা পার্ক দুর্গোৎসবের পুজো মানে সমাজ জীবনের প্রাসঙ্গিক ঘটনা প্রবাহের সৃজনশীল উপস্থাপনা। প্রত্যেক বছর মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিমা, সবেতেই নান্দনিক দিককে তুলে ধরার চেষ্টা করেন এই পুজোর সেক্রেটারি সায়নদেব চট্টোপাধ্যায়। এদিনের খুঁটিপুজো অনুষ্ঠানে নস্টালজিয়ার কথা মনে করার শোভনদেব।

হাজরা পার্কের দুর্গোৎসব ‘কলকাতা পুরকর্মচারী সর্বজনীন দুর্গোৎসব সমিতি’র পুজো। তাই সেখানে মহানাগরিক ফিরহাদ হাকিম থাকবেন না তাও কি হয়। মন্ত্রী তাঁর বক্তব্যে এই পুজোর সঙ্গে পুরসভার কর্মীদের জড়িত থাকার নানা স্মৃতি কথা তুলে ধরেন। বিধায়ক দেবাশিস কুমার বলেন, খুঁটি পুজো হয়ে গেল মানে, এলাকার মানুষ নিশ্চিত হয়ে গেলেন এবারও হাজরা পার্কের পুজোর আনন্দে সামিল হবেন সকলে। এবার প্রবীণ -নবীন সকলকে সঙ্গে নিয়ে বিগত দিনের স্মৃতিতে মিশে কীভাবে আগামীর উদ্দীপনা ফুটিয়ে তুলতে পারে হাজরা পার্ক সর্বজনীন দুর্গোৎসব, তা দেখার আশায় শহরবাসী।

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...
Exit mobile version