অবশেষে নিজের আগমনের ইঙ্গিত দিল বর্ষা (Monsoon)। হাঁসফাঁস করা গরম আর অস্বস্তিকর পরিস্থিতির মাঝে যখন বৃষ্টির আশায় চাতক পাখির মতো দশা হয়েছিল দক্ষিণবঙ্গে, ঠিক তখনই যেন ঘুম থেকে জেগে উঠলো বৃষ্টির ঋতু। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, আগামী চার দিনের মধ্যেই বর্ষা আসছে। সোমবার থেকে ভারী বর্ষণ শুরু হবে জেলায় জেলায়। ফলে দিনের তাপমাত্রা প্রায় দুই থেকে চার ডিগ্রি কমার আশা রয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে যেভাবে গরম বাড়ছে তাতে বিঘ্নিত হচ্ছে জনজীবন। গত কয়েকদিন ধরে বারবার একটাই প্রশ্ন উঠে এসেছে যে জ্যৈষ্ঠ শেষ হতে চলল অথচ সেভাবে বৃষ্টি এলো না কেন? অবশেষে উত্তর মিলল।দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক ভাবে ঢুকে যেতে পারে বর্ষা।কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Department)। কলকাতায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার শহরের বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। হাওয়া অফিসের কর্তারা বলছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি সবাই আগামী সপ্তাহ থেকেই বর্ষার মরশুম শুরু হবে দক্ষিণবঙ্গে। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–