২১ জুলাই-এ প্রচারে ছবি, পোস্টার, ব্যানার প্রকাশ করেছে তৃণমূল (TMC)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি দিয়ে রয়েছে একুশে জুলাইয়ের সমাবেশের যোগ দেওয়ার আহ্বান। সেই পোস্টার রয়েছে শুধু তৃণমূল সভানেত্রীর ছবি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি নেই সেখানে। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেতৃত্ব জানান, অভিষেক নিয়েই জানিয়েছে পোস্টারে তাঁর ছবি না দিতে।
ক্ষমতায় আসার আগে থেকেই ২১ জুলাই শহিদ দিবস বড় আকারে পালন করে তৃণমূল। ২০১১-এর পর থেকে তার পরিধি আরও বেড়েছে। প্রতি বছরই পালিত হয় শহিদ দিবস। ২১ জুলাই-এর প্রস্তুতিতে শনিবার, দুপুরে বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একই সঙ্গে দলের স্যোশাল মিডিয়া (Social Media) পেজগুলির কভার ফোটো ও ডিপি বদলে দেওয়া হয়। সেখানে ওই পোস্টার দেওয়া হয়েছে। তবে, পোস্টারে অভিষেকের ছবি না থাকায় প্রশ্ন তোলে সংবাদ মাধ্যম।
উত্তরে তৃণমূল নেতৃত্ব সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা জানান, বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজেই বলেছেন, উনি যেহেতু ২১ জুলাইয়ের সেই কর্মসূচির সময় ছিলেন না, তাই তাঁর ছবি থাকবে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবিই থাকবে।“
সুদীপ জানান, “ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১ জুলাই কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে, তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি রয়েছে।“
তৃণমূল নেতৃত্বের আশা এবার একুশে জুলাই রেকর্ড ভিড় হবে।
আরও খবর: কুকথা দল সমর্থন করে না, যথেষ্ট শাস্তি হয়েছে: অনুব্রত নিয়ে সাফ জানাল তৃণমূল, উঠল অনিল-বিনয় প্রসঙ্গ
–
–
–
–
–
–
–
–
–
–