Wednesday, August 20, 2025

২১ জুলাই-এর পোস্টারে কেন নেই অভিষেকের ছবি! ব্যাখ্যা দিলেন তৃণমূল নেতৃত্ব

Date:

২১ জুলাই-এ প্রচারে ছবি, পোস্টার, ব্যানার প্রকাশ করেছে তৃণমূল (TMC)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি দিয়ে রয়েছে একুশে জুলাইয়ের সমাবেশের যোগ দেওয়ার আহ্বান। সেই পোস্টার রয়েছে শুধু তৃণমূল সভানেত্রীর ছবি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি নেই সেখানে। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেতৃত্ব জানান, অভিষেক নিয়েই জানিয়েছে পোস্টারে তাঁর ছবি না দিতে।

ক্ষমতায় আসার আগে থেকেই ২১ জুলাই শহিদ দিবস বড় আকারে পালন করে তৃণমূল। ২০১১-এর পর থেকে তার পরিধি আরও বেড়েছে। প্রতি বছরই পালিত হয় শহিদ দিবস। ২১ জুলাই-এর প্রস্তুতিতে শনিবার, দুপুরে বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একই সঙ্গে দলের স্যোশাল মিডিয়া (Social Media) পেজগুলির কভার ফোটো ও ডিপি বদলে দেওয়া হয়। সেখানে ওই পোস্টার দেওয়া হয়েছে। তবে, পোস্টারে অভিষেকের ছবি না থাকায় প্রশ্ন তোলে সংবাদ মাধ্যম।

উত্তরে তৃণমূল নেতৃত্ব সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা জানান, বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজেই বলেছেন, উনি যেহেতু ২১ জুলাইয়ের সেই কর্মসূচির সময় ছিলেন না, তাই তাঁর ছবি থাকবে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবিই থাকবে।“

সুদীপ জানান, “ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১ জুলাই কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে, তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি রয়েছে।“

তৃণমূল নেতৃত্বের আশা এবার একুশে জুলাই রেকর্ড ভিড় হবে।
আরও খবরকুকথা দল সমর্থন করে না, যথেষ্ট শাস্তি হয়েছে: অনুব্রত নিয়ে সাফ জানাল তৃণমূল, উঠল অনিল-বিনয় প্রসঙ্গ

Related articles

অষ্টম শ্রেণির পড়ুয়ার হাতে খুন দশমের ‘দাদা’! আহমেদাবাদের স্কুলে হামলা অভিভাবকদের

স্কুল চলাকালীন দশম শ্রেণির পড়ুয়ার সঙ্গে বাগবিতণ্ডায় অষ্টম শ্রেণির পড়ুয়া তাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে (stabbed) দেয়। বুধবার...

চন্দ্রনাথের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি রাজভবনের, আদালতে হাজিরার নির্দেশ

প্রাথমিক নিয়োগ মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিল রাজভবন (Rajbhavan)। কারামন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া...

সুস্পষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পূর্বাভাস মতোই স্থলভাগে প্রবেশ করতেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন...

সুখবর! ক্ষুদ্র শিল্প শ্রমিকদের জন্য বাড়ল বোনাস, চুক্তি স্বাক্ষর রাজ্যের

দুর্গাপুজোর আগে বিরাট সুখবর শোনাল রাজ্য সরকার (State Government)। রাজ্যের প্রায় দেড়শো স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয় ও রোলিং...
Exit mobile version