Sunday, November 16, 2025

মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরুর পথে আশিক কুরুনিয়ান?

Date:

Share post:

মোহনবাগান(MBSG) ছাড়তে চলেছেন আশিক কুরুনিয়ান(Ashique Kuruniyan)? হঠাত্ই শুরু হয়ে গিয়েছে এমন একা জল্পনা। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন মরসুমে নাকি আশিক কুরুনিয়ানকে(Ashique Kuruniyan) সবুজ-মেরুন জার্সিতে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আবারও নাকি তাঁর পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতেই(Bengaluru Fc) ফিরে যেতে চলেছেন তিনি। যদিও দুই ক্লাবের তরফেই এখনও পর্যন্ত এই প্রসঙ্গে মুখ খোলা হয়নি। আশিক কুরুনিয়ান যে যেতে চলেছে তা কার্যত পাকা।

২০২২ সালে বেঙ্গালুরু এফসি থেকে মোহনবাগান সুপারজায়ান্টে(MBSG) এসেছিলেন এই তারকা ফুটবলার। মোহনবাগানের জার্সিতেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তাঁকে হোসে মোলিনা তো এূার ইউটিলিটি ফুটবলার হিসাবেই কাজে লাগিয়েছিলেন। যেকোনও পজিশনেই অত্যন্ত সাবলীল ছিলেন আশিক কুরুনিয়ান।

তাঁকে ঘিরে এবারের মরসুমেও মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা থাকত আকাশছোঁয়া। বিশেষ করে তিনি মাঠে এলেই যে প্রতিপক্ষ রক্ষণ সমস্যায় পড়বে এমনটা হওয়ার আশাতেই সকলে থাকত। হতও তেমন। বারবারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন আশিক কুরুনিয়ান। তাঁর ড্রিবল থেকে স্কীল সকলকে মুগ্ধ করেছে।

কিন্তু আগামী মরসুমে নাকি আশিক কুরুনিয়ানকে ধরে রাখতে পারছে না মোহনবাগান। অনেক দীর্ঘ মেয়াদী চুক্তিতে নাকি এবার বেঙ্গালুরুতেই ফিরে যাচ্ছেন আশিক। মোহনবাগানের হয়ে এবার দ্বিমুকুট জয়ের পাশাপাশি, গত মরসুমেও আইএসএল লিগ শিল্ড জিতেছিলেন এই তরুণ ফুটবলার। তবে একটাই সমস্যা ছিল আশিক কুরুনিয়ানকে নিয়ে। এই মরসুমে অনেক বেশি ম্যাচ চোট আঘাতের জেরে মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে।

সেই সব কথা মাথায় রেখেই এই তরুণ ফুটবলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মোহনবাগান সুপারজায়ান্ট নিচ্ছে কিনা তা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছুই জানান যায়নি।

spot_img

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...