Tuesday, August 26, 2025

মোহনবাগান(MBSG) ছাড়তে চলেছেন আশিক কুরুনিয়ান(Ashique Kuruniyan)? হঠাত্ই শুরু হয়ে গিয়েছে এমন একা জল্পনা। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন মরসুমে নাকি আশিক কুরুনিয়ানকে(Ashique Kuruniyan) সবুজ-মেরুন জার্সিতে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আবারও নাকি তাঁর পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতেই(Bengaluru Fc) ফিরে যেতে চলেছেন তিনি। যদিও দুই ক্লাবের তরফেই এখনও পর্যন্ত এই প্রসঙ্গে মুখ খোলা হয়নি। আশিক কুরুনিয়ান যে যেতে চলেছে তা কার্যত পাকা।

২০২২ সালে বেঙ্গালুরু এফসি থেকে মোহনবাগান সুপারজায়ান্টে(MBSG) এসেছিলেন এই তারকা ফুটবলার। মোহনবাগানের জার্সিতেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তাঁকে হোসে মোলিনা তো এূার ইউটিলিটি ফুটবলার হিসাবেই কাজে লাগিয়েছিলেন। যেকোনও পজিশনেই অত্যন্ত সাবলীল ছিলেন আশিক কুরুনিয়ান।

তাঁকে ঘিরে এবারের মরসুমেও মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা থাকত আকাশছোঁয়া। বিশেষ করে তিনি মাঠে এলেই যে প্রতিপক্ষ রক্ষণ সমস্যায় পড়বে এমনটা হওয়ার আশাতেই সকলে থাকত। হতও তেমন। বারবারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন আশিক কুরুনিয়ান। তাঁর ড্রিবল থেকে স্কীল সকলকে মুগ্ধ করেছে।

কিন্তু আগামী মরসুমে নাকি আশিক কুরুনিয়ানকে ধরে রাখতে পারছে না মোহনবাগান। অনেক দীর্ঘ মেয়াদী চুক্তিতে নাকি এবার বেঙ্গালুরুতেই ফিরে যাচ্ছেন আশিক। মোহনবাগানের হয়ে এবার দ্বিমুকুট জয়ের পাশাপাশি, গত মরসুমেও আইএসএল লিগ শিল্ড জিতেছিলেন এই তরুণ ফুটবলার। তবে একটাই সমস্যা ছিল আশিক কুরুনিয়ানকে নিয়ে। এই মরসুমে অনেক বেশি ম্যাচ চোট আঘাতের জেরে মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে।

সেই সব কথা মাথায় রেখেই এই তরুণ ফুটবলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মোহনবাগান সুপারজায়ান্ট নিচ্ছে কিনা তা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছুই জানান যায়নি।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version