তাপদাহের পর স্বস্তি নিয়ে এসেছিল বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টিই নামিয়ে আনল মৃত্যুর মেঘ। হুগলির পান্ডুয়া থানার সিমলাগড়ে বজ্রাঘাতে মৃত্যু হল শেখ বাদশা ওরফে লাল নামে এক কিশোরের। বয়স মাত্র ১৬ বছর। সোমবার বিকেলের এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, সিমলাগড় মাঠপাড়ার বাসিন্দা শেখ বাদশা বৃষ্টির সময় গ্রামের একটি বড় বটগাছের নিচে বসেছিল। হঠাৎই ঘটে বজ্রপাত। বজ্রাঘাতে ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়ে বাদশা।
স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যান পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পান্ডুয়া থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি, স্থানীয় প্রশাসনের তরফ থেকেও মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
এই ঘটনার পর থেকেই এলাকায় বজ্রপাত সংক্রান্ত সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। প্রবীণরা বলছেন, ‘‘বর্ষাকালে খোলা মাঠে বা বড় গাছের নিচে আশ্রয় নেওয়া একেবারেই উচিত নয়। বজ্রপাতের সময় দ্রুত ঘরে ঢুকে পড়াই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।’’ প্রকৃতির রুদ্ররূপ যে মুহূর্তেই মুছে দিতে পারে প্রাণের হাসি, সেই নির্মম সত্যই যেন ফের সামনে এল এই মর্মান্তিক ঘটনার মাধ্যমে। প্রশাসনের পাশাপাশি এলাকার মানুষেরও এখন একটাই বার্তা— সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।
আরও পড়ুন – নির্মীয়মান সেতু ভাঙল মধ্যপ্রদেশে! আহত ৬ শ্রমিক
_
_
_
_
_
_
_
_
_
_