ডবল ইঞ্জিন সরকারের নির্মাণকাজ কতটা নিম্মমানের ফের একবার প্রমাণ মিলল মধ্যপ্রদেশে (Madhyapradesh)। নির্মাণের সময়ই ভেঙে পড়ল ৮০ কোটির সেতু। দুর্ঘটনায় গুরুতর আহত ৬ নির্মাণ শ্রমিক। ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘অ্যাক্ট অফ ফ্রড’ (Act of Fraud) উদাহরণ তুলে ধরে কটাক্ষ বাংলার শাসকদল তৃণমূলের।
মধ্যপ্রদেশের শিবপুরিতে (Shivpuri) পোহরি রোডের উপর একটি সেতু তৈরি হচ্ছিল। রেলপথের উপর ওভার ব্রিজ তৈরিতে রাতেও কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই শনিবার রাতে তার একটি অংশ ভেঙে পড়ে। তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ৬ শ্রমিক। প্রশ্ন উঠেছে, দিনের বেলায় এই সেতুর অংশ ভেঙে পড়লে কী পরিণতি হত তা নিয়ে।
ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে এই বিপর্যয়ের পরে বাংলার শাসকদল তৃণমূলের তরফ থেকে মনে করিয়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রীর (Narendra Modi) নিজের ভাষাতেই এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড (Act of Fraud)। সেই সঙ্গে দাবি জানানো হয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে নির্মীয়মান প্রতিটি কাঠামোর অবিলম্বে কঠোর অডিট প্রয়োজন। তাঁদের জবাবদিহি করতে হবে এবং নিরীহ জীবনকে বিপন্ন করার জন্য দায়ীদের কঠোর শাস্তির মুখোমুখি দাঁড় করাতে হবে।
–
–
–
–
–
–
–
–
–
–
–