রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছেন শুভমন গিল(Shubman Gill)। তাঁকে ঘিরে যে এখন থেকেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শুভমন গিল(Shubman Gill) কী ভাবছেন এখন। বিশেষ করে অধিনায়ক হওয়ার পর গিলের কী লক্ষ্য, সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক। দলের অন্দরে নিরাপদ এবং স্বস্তির আবহাওয়া বজায় রাখাই শুভমন গিলের এই মুহূর্তে প্রধান লক্ষ্য।

ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ সিরিজে নামবে টিম ইন্ডিয়া। ম্যারাথান এই সিরিজ যেমন কোচ গৌতম গম্ভীরের(Gautam Gambhir) কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ। তেমনই আবার নতুন অধিনায়ক শুভমন গিলের(Shubman Gill) কাছেও বিরাট চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে শুভমন গিল কিন্তু নিজের প্রধান লক্ষ্যের কথা জানাতে এতটুকুও দ্বিধা করেননি। ড্রেসিংরুমের অন্দরের পরিবেশ যদি সুন্দর থাকে, তবেই যে সাফল্য আসবে তা গিলের ইঙ্গিতেই স্পষ্ট।

শুভমন গিল জানিয়েছেন, “সমস্ত কীর্তি এবং ট্রফিকে দূরে সরিয়ে একটাই কথা আমি বলতে চাইব। আমি দলের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে সকলে খুব স্বস্তি এবং নিরাপদে থাকতে পারবেন। আমি জানি এই কাজটা অত্যন্ত কঠিন একটা কাজ। বিশেষ করে যেখানে প্রতিযোগিতা থাকবেই এবং বিভিন্ন ফর্ম্যাটে আলাদা আলাদা স্কোয়াড খেলতে আসবে। কিন্তু এটা যদি করে দেখাতে পারি, এটাই আমার এই মুহূর্তে প্রধান লক্ষ্য”।

শুভমন গিলকে অধিনায়ক করা নিয়ে নানান মহলে নানান কথাবার্তা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে নতুন ভারত অধিনায়কের ওপর যে কোচ এবং নির্বাচকের কোনওরকম চাপ নেই তা ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই বুঝিয়ে দিয়েছেন শুভমন গিল।

–

–

–

–

–

–

–
–
–
–
–