Wednesday, November 5, 2025

গম্ভীরের অনুপস্থিতিতে দায়িত্বে লক্ষ্মণ!

Date:

Share post:

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। কিন্তু গৌতম গম্ভীর(Gautam Gambhir) হঠাত্ই দেশে ফিরে এসেছেন। এমন পরিস্থিতিতেই ভারতীয় দলতে সামলাবেন কে। এই নিয়েই শুরু হয়েছিল গুঞ্জন। সরকারীভাবে ঘোষণা না হলেও, গম্ভীর না থাকাকালীন সময়ে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ(VVS Laxman)। ভারতীয় অনুর্ধ্ব-১৯ এবং ভারতীয়-এ দলের কোচ হওয়ার ফলে এই মুহূর্তে ইংল্যান্ডেই রয়েছেন তিনি।

সেই কারণে যতদিন না পর্যন্ত গৌতম গম্ভীর(Gautam Gambhir) ইংল্যান্ডে ফিরে যাবেন, ততদিন ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাবেন এই ভিভিএস লক্ষ্মণ(VVS Laxman)। এই মুহূর্তে চার দিনের ইন্ট্রা স্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেখানে দুই দলকেই সামাল দিচ্ছেন ভারতের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। তবে কতদিন পর্যন্ত তাঁকে এই দায়িত্ব সামলাতে হবে তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ।

মায়ের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই দেশে ফিরে এসেছেন গৌতম গম্ভীর। এই মুহূর্তটা মায়ের সঙ্গেই কাটাতে চান তিনি। গম্ভীরের ইংল্যান্ডে ভারতীয় শিবিরে যোগ দেওয়া নিয়েও এখনও পর্যন্ত নিশ্চিত কোনও খবর নেই। তাঁর মায়ের শরীরের অবস্থার ওপরই নির্ভর করছে সম্পূর্ণ ব্যাপারটা।

সেই কারণেই এবার ভারতীয় দলের দায়িত্ব উঠছে ভিভিএস লক্ষ্মণের কাঁধে। যতদিন না পর্যন্ত গম্ভীর আসছেন, লক্ষ্মণের তত্ত্বাবধানেই খেলবেন শুভমন গিল, জসপ্রীত বুমরাহরা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...