Wednesday, August 20, 2025

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। কিন্তু গৌতম গম্ভীর(Gautam Gambhir) হঠাত্ই দেশে ফিরে এসেছেন। এমন পরিস্থিতিতেই ভারতীয় দলতে সামলাবেন কে। এই নিয়েই শুরু হয়েছিল গুঞ্জন। সরকারীভাবে ঘোষণা না হলেও, গম্ভীর না থাকাকালীন সময়ে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ(VVS Laxman)। ভারতীয় অনুর্ধ্ব-১৯ এবং ভারতীয়-এ দলের কোচ হওয়ার ফলে এই মুহূর্তে ইংল্যান্ডেই রয়েছেন তিনি।

সেই কারণে যতদিন না পর্যন্ত গৌতম গম্ভীর(Gautam Gambhir) ইংল্যান্ডে ফিরে যাবেন, ততদিন ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাবেন এই ভিভিএস লক্ষ্মণ(VVS Laxman)। এই মুহূর্তে চার দিনের ইন্ট্রা স্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেখানে দুই দলকেই সামাল দিচ্ছেন ভারতের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। তবে কতদিন পর্যন্ত তাঁকে এই দায়িত্ব সামলাতে হবে তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ।

মায়ের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই দেশে ফিরে এসেছেন গৌতম গম্ভীর। এই মুহূর্তটা মায়ের সঙ্গেই কাটাতে চান তিনি। গম্ভীরের ইংল্যান্ডে ভারতীয় শিবিরে যোগ দেওয়া নিয়েও এখনও পর্যন্ত নিশ্চিত কোনও খবর নেই। তাঁর মায়ের শরীরের অবস্থার ওপরই নির্ভর করছে সম্পূর্ণ ব্যাপারটা।

সেই কারণেই এবার ভারতীয় দলের দায়িত্ব উঠছে ভিভিএস লক্ষ্মণের কাঁধে। যতদিন না পর্যন্ত গম্ভীর আসছেন, লক্ষ্মণের তত্ত্বাবধানেই খেলবেন শুভমন গিল, জসপ্রীত বুমরাহরা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version