এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার চারদিন পর দুর্ঘটনার কারণ নিয়ে একদিকে যেমন তদন্ত চলছে, অন্যদিকে স্বজনহারা পরিবারের হাতে তাঁদের পরিজনদের দেহ তুলে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দুর্ঘটনার তদন্তে আমেরিকা থেকে আমেদাবাদ পৌঁছায় বোয়িংয়ের একটি বিশেষজ্ঞ দল।

দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার ব্ল্যাকবক্স (blackbox) আগেই উদ্ধার হয়েছিল। সোমবার অক্ষত অবস্থায় পাওয়া যায় ককপিটের ভয়েস রেকর্ডার (CVR)। যার জেরে তদন্তে আরও অগ্রগতি পাওয়ার সম্ভব হবে, দুর্ঘটনার আগে শেষ মুহূর্তে কী পরিস্থিতি ছিল ককপিট এবং পাইলট-এর তা জানা সম্ভব হবে।

আমেদাবাদে এদিন এসে পৌঁছয় বোয়িং-এর ৩ সদস্যের বিশেষজ্ঞ দল। দুর্ঘটনাগ্রস্ত এলাকায় তাঁরা শুরু করেন পরীক্ষা-নিরীক্ষা ও নমুনা সংগ্রহের কাজ।

অন্যদিকে সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দেহ ও দেহাংশের নমুনার সঙ্গে পরিজনদের ডিএনএ মেলানোর কাজ দ্রুত গতিতে চলছে। এপর্যন্ত ৯৯ টি দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তার মধ্যে ৬৪ জনের দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। এর মধ্যেই রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। সোমবার তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার পর শুরু হয় শেষকৃত্যের কাজ।

–

–

–

–
–

–

–
–
–
–