Sunday, November 9, 2025

দেশে একের পর এক দুর্ঘটনা! মৃত্যু মিছিল নিয়ে বিধানসভা থেকে কেন্দ্রের তোপ মুখ্যমন্ত্রীর

Date:

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। কেদারের পথে চপার ভেঙে পড়া। পুনেতে সেতু ভেঙে দুর্ঘটনা। গোটা দেশে একের পর এক দুর্ঘটনায় কেন্দ্রের ভেঙে পড়া সরকারকে ‘চোরেদের সরকার’ বলে তোপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিধানসভার অধিবেশনে দেশের মানুষের বিপন্ন অবস্থা তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতার ছবি তুলে ধরেন তিনি।

বিধানসভার (state assembly) অধিবেশনে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরতেই বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর (Chief Minister) বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করেন। রাজ্যের মানুষের বঞ্চনা, দুঃখের কথা তুলতেই কেন্দ্রের ধ্বজাধারীদের বক্তব্যে বাধা দানে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি তোপ দাগেন, সত্যি কথা শোনার সাহস নেই। চোরেদের সরকার একটা কেন্দ্রে।

তারই ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) স্পষ্ট করে দেন, রোজ দুর্ঘটনা, রোজ মানুষের মৃত্যুর মিছিল। লজ্জা করে না? মানুষকে নিরাপত্তা দিতে পারে না। মানুষের জীবন যৌবন বিপর্যস্ত। আজ সারা ভারত জুড়ে মৃত্যুর মিছিল। কোথায় সম্মান দিয়ে বাঁচা উচিত। তা নেই।

তা সত্ত্বেও বাংলার তরফ থেকে যে রাজনৈতিক সৌজন্য দেখানো হয়েছে, তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, আপনাদের ডাকাতদের গদ্দার সারা ভারতবর্ষকে ডাকাতি করে শেষ করে দিয়েছে। দেশটাকে বিক্রি করে দিয়েছে। মানুষের নিরাপত্তা নিয়ে আপনাদের কোনও চিন্তা নেই। যেদিন গুজরাটের অতগুলো লোক মারা গিয়েছে আমাদের হৃদয় কাঁদছে। আমরা একটি কথাও বলিনি। মনে রাখবেন এটাকে বলে রাজনৈতিক সৌজন্য।

Related articles

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...
Exit mobile version