Friday, August 22, 2025

বেঁচে থাকতেই স্ত্রীর জন্য তাজমহল! মধ্যপ্রদেশের আনন্দের কীর্তিতে তুমুল শোরগোল

Date:

প্রিয়তম স্ত্রী মুমতাজের মৃত্যুর পরে তাঁর স্মৃতিতে কবরের উপর সৌধ নির্মাণ করান মুগল সম্রাট শাহজাহান। এযুগে স্ত্রীর জীবদ্দশাতেই তাঁর বাসস্থান হিসেবে তাজমহল (Tajmahal) তৈরি করলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) আনন্দ প্রকাশ চৌকস। মধ্যপ্রদেশের বুরহানপুরে নিজেদের আবাসিক স্কুল চত্বরেই এই ‘মিনি তাজমহল’ তৈরি করেছেন আনন্দ। তাজমহলের মাপকেই মিটারের জায়গায় ফুটে তৈরি করিয়েছেন তিনি। ফলে অট্টালিকাটি মূল তাজমহলের এক-তৃতীয়াংশ আয়তন হয়েছে। তবে, দেখতে অবিকল তাজমহলের মতো এই বাড়ি।

সম্প্রতি সেই ‘মিনি তাজমহলে’র ভিডিও এক ভ্লগার সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেন। তার পরেই সেটি ভাইরাল হয়। আনন্দ জানান, স্ত্রীকে ভালোবেসেই এই বাড়ি তৈরি করেছেন তিনি। ব্যবহার করা হয়েছে রাজস্থানের সেই বিখ্যাত মকরানা মার্বেল যা দিয়ে তৈরি হয়েছিল তাজমহল (Tajmahal)। তাজমহল মিটারের মাপে তৈরি, এই বাড়িও সেই মাপ ফুটে রূপান্তরিত করা হয়েছে। ভিতরে এটি একটি ৪ বিএইচকে বাড়ি।

পেশায় ইঞ্জিনিয়র ছিলেন আনন্দ। তাঁর স্ত্রী ছিলেন চিকিৎসক। সব ছেড়ে একটি আবাসিক স্কুল তৈরি করেন তাঁরা। সেই স্কুলের চত্বরেও এই বাড়িটি। বাড়িতে ঢুকেই ড্রয়িং রুমের মেঝেতে  একটি গরুর ছবি রয়েছে। আনন্দ জানান, তাঁদের পারিবারিক ব্যবসা ছিল দুধ বিক্রি। সেই শিকড় যাতে কখনও তিনি ভুলে না যান, সেই কারণেই এই চিহ্ন। রয়েছে লাইব্রেরি ও মেডিটেশন রুম।

পুরো বাড়ির ভিতরের দেওয়াল ও বাইরের দেওয়ালের মধ্যে ২ ফুট ফাঁক রয়েছে। যার ফলে অতি গরম বা শীত থেকে অন্দর রক্ষা পায়। আনন্দকে প্রশ্ন করা হয়, বাড়িটি তিনি কাকে উৎসর্গ করেছেন। তিনি হেসে উত্তর দেন, “এটা পুরোপুরি আমার স্ত্রী মঞ্জুষাকে উৎসর্গ করা। আমাদের ভালোবাসা আজও অটুট।“

ভিডিও-র কম্যান্টে প্রশংসার বন্যা। শুধু বাড়ির অপূর্ব সৌন্দর্য্যই নয়, তাঁদের ভালবাসার বন্দন নিয়ে আপ্লুত নেটিজেনরা।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version