Monday, August 25, 2025

ওবিসি তালিকা কমিশনের সুপারিশেই! বিভ্রান্তি নয়, বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য রাজনীতিতে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই বিধানসভা ও মন্ত্রিসভার মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ও মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ওবিসি তালিকা রাজ্য সরকার নিজের ইচ্ছায় তৈরি করেনি, বরং অনগ্রসর শ্রেণি কমিশনের সুপারিশ ও মণ্ডল কমিশনের ভিত্তিতেই তা প্রস্তুত হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “এই তালিকা আমাদের তৈরি করা নয়। কমিশনের রিপোর্ট অনুযায়ী, আদালতের নির্দেশ মেনেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।” মুখ্যমন্ত্রীর দাবি, তালিকায় মোট ১৪০টি জনগোষ্ঠী রয়েছে, যার মধ্যে ৮০টি মুসলিম ও ৬০টি অমুসলিম সম্প্রদায়। ফলে এটা শুধুই মুসলিমদের জন্য সংরক্ষণ—এই অভিযোগ সম্পূর্ণ ভুল।

মমতা বলেন, “বাংলার মুসলমানদের জনসংখ্যা ৩০ শতাংশের বেশি, যা দেশভাগের সময় থেকেই চলে আসছে। তখন তো আমরা জন্মাইনি! কাজেই আমাদের দায়ী করা অন্যায়।” তবে মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, তালিকার পুনর্বিন্যাস নিয়ে মুসলিম সমাজের একাংশের মধ্যে কিছু ক্ষোভ রয়েছে। কেউ কেউ ‘ওবিসি-এ’ থেকে ‘ওবিসি-বি’-তে গিয়েছেন, আবার কেউ উলটো পথে গিয়েছেন। “এটা বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত, কেউ বঞ্চিত হয়নি,” বলেই দাবি মুখ্যমন্ত্রীর।

এরপর মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের নির্দেশ দেন, যেন সাধারণ মানুষের মধ্যে কোনও বিভ্রান্তি না ছড়ায়। তিনি বলেন, “মানুষকে বোঝাতে হবে—এই তালিকা তৈরি হয়েছে সম্পূর্ণ নিয়ম মেনে, কমিশনের রিপোর্ট ও আদালতের নির্দেশ মেনে। কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।” মুখ্যমন্ত্রীর কথায়, “এই বাংলায় সবাই মানুষ হবে—জাত, ধর্ম, পরিচয় দেখে নয়, অধিকার বুঝে পাবে।”

সোমবারের মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়েছে। রাজ্য কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের জন্য দুটি নতুন উপসচিব পদ তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন রথযাত্রাকে ঘিরে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে মন্ত্রীদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, রথের দিন তিনি দিঘায় থাকবেন। রাজনৈতিক মহলের মতে, ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রশাসনিক স্তরেও জনমনে সচেতনতা গড়ে তোলার কৌশল নিয়েই এখন আগাচ্ছে নবান্ন।

আরও পড়ুন – কেন দুর্ঘটনা, কারণ খুঁজতে আমেদাবাদে বোয়িং বিশেষজ্ঞরা: সনাক্ত ৯৯ দেহ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version