Sunday, January 11, 2026

আহমেদাবাদের দুর্ঘটনায় ১৩৫ জনের দেহ সনাক্ত, প্রেস বিবৃতিতে জানালেন হাসপাতাল সুপারিনটেনডেন্ট

Date:

Share post:

১২ জুন গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) মৃত যাত্রীদের মধ্যে এখনও পর্যন্ত ১৩৫ জনের দেহ সনাক্ত করা সম্ভব হয়েছে। সোমবার রাত ১০ টা ২৫ পর্যন্ত পাওয়া তথ্য পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, ১২৪ জনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে এবং ইতিমধ্যেই ৮৩ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুষিকেশ পাটিল (Rushikesh Patil)। এরপর মঙ্গলবার সকালে, এক সাংবাদিক সম্মেলনে সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ রাকেশ যোশী বলেন, “১৩৫ জনের ডিএনএ মিলেছে এবং ১০১ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ১০১ জনের মধ্যে ৫ জন বিমান যাত্রী ছিলেন না। ১২ জনের পরিবার দ্রুত মৃতদেহ সংগ্রহ করবে। ৫ জনের মৃতদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। বাকি ১৭ জনের ডিএনএ ম্যাচিং বাকি আছে।”

দুর্ঘটনার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকারী দল, পুলিশ, আহমেদাবাদ পুরসভা, সিভিল হাসপাতালে চিকিৎসকরা কাজ করেছেন। কিন্তু দেহ সনাক্তকরণের কাজ যথেষ্ট ধীরগতিতে হচ্ছে বলে অভিযোগ করছেন মৃতের পরিবারের সদস্যরা। অভিশপ্ত বৃহস্পতিবার এর পর থেকে প্রায় পাঁচ দিন কেটে গেছে, মৃতদের আত্মীয়রা আহমেদাবাদের সিভিল হাসপাতাল এবং অন্যত্র এসে ভিড় জমাচ্ছেন। নিজের চেনা মানুষ আত্মীয় পরিজনের অগ্নিদগ্ধ নিথর দেহ কবে হাতে পাবেন জানা নেই। ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি (NFSU) এবং FSL-এর টিম যৌথভাবে DNA টেস্টের কাজ করছে। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন খুব দ্রুত বাকি দেহগুলি সনাক্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়া হবে।

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...