Monday, November 3, 2025

ভোটের আগে মুর্শিদাবাদে বাড়তি সুরক্ষা, সুতিতে স্থানান্তরিত রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নং ব্যাটেলিয়ন

Date:

ভোটের মুখে মুর্শিদাবাদের নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নম্বর ব্যাটেলিয়নকে বারাকপুর থেকে পুরোপুরি সরিয়ে নিয়ে যাওয়া হল মুর্শিদাবাদের সুতিতে। সোমবার রাজ্য পুলিশের ডিরেক্টরেট থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

ওয়াকফ সংশোধনী আইন ঘিরে গত কয়েক মাসে মুর্শিদাবাদের একাধিক এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতে, বিশেষ করে ভোটের আগে যে কোনও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আগেভাগেই বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। সেই কৌশলের অঙ্গ হিসেবেই এই ব্যাটেলিয়ন স্থানান্তরের সিদ্ধান্ত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, আপাতত জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত আহিরণ মডেল স্কুলে ব্যাটেলিয়নের অস্থায়ী বেস তৈরি হয়েছে। সেখানেই নিয়ে যাওয়া হয়েছে বাহিনীর গাড়ি, অস্ত্র ও অন্যান্য লজিস্টিক সরঞ্জাম। তবে আধিকারিক ও তাঁদের পরিবার এখনই বারাকপুর ছাড়ছেন না। পর্যাপ্ত আবাসন এবং অন্যান্য পরিকাঠামোর ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁরা বারাকপুরেই থাকবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এতদিন ৮ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতর ছিল উত্তর ২৪ পরগনার বারাকপুরে। ব্যাটেলিয়নের স্থানান্তরের ফলে ওই জায়গা আপাতত খালি হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন করে ৮ নম্বর ব্যাটেলিয়নের জন্য কমান্ডান্ট নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন ৯ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট।

প্রশাসনিক সূত্রের দাবি, শুধু নিরাপত্তাই নয়, গোটা এলাকার উপর নজরদারি বাড়াতেও এই কৌশল কাজে লাগবে। স্থানীয় স্তরে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তবে এর পিছনে নির্বাচনী প্রস্তুতির কৌশলগত দিকটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

আরও পড়ুন – বিধানসভায় এসি বিভ্রাটে হাঁসফাঁস পরিস্থিতি! দরজা খুলে চলল অধিবেশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version