Saturday, November 8, 2025

জিআই সেপসিসে আক্রান্ত বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়! জানুন কী এই রোগ

Date:

জটিল সংক্রমণে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ রাজ্য বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার রাতে পেটের তীব্র যন্ত্রণা ও বমি ভাব নিয়ে তাঁকে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস বা জিআই সেপসিসে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিন দিন কেটে গেলেও সাংসদ এখনও সঙ্কটমুক্ত নন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অভিজিৎবাবুর প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে। সেই সংক্রান্ত জটিলতাই হয়তো সেপসিসের দিকে গড়িয়েছে। আপাতত তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রবল সংক্রমণ রুখতে চলছে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক থেরাপি ও সাপোর্টিভ কেয়ার।

জিআই সেপসিস ঠিক কী? এই রোগটি প্রথমে শরীরের প্রতিরোধক্ষমতাকে আক্রমণ করে। এরপর ধীরে ধীরে অন্ত্রের সুস্থ কোষগুলিকে আক্রান্ত করে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ—কিডনি, হৃদযন্ত্র, মস্তিষ্ক—কে বিপর্যস্ত করে ফেলে। শেষ পর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিৎসকদের মতে, জীবাণু যদি খাদ্যনালী বা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক দিয়ে শরীরে প্রবেশ করে এবং সংক্রমণ ঘটায়, তখনই তাকে জিআই সেপসিস বলা হয়। রোগ দ্রুত ছড়ালে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্থিতিশীল রাখতে সবরকম চিকিৎসা করা হচ্ছে। তবে অবস্থা এখনও আশঙ্কাজনক। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিটি মুহূর্তে তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

প্রসঙ্গত, বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি রাজনীতিতে যোগ দেন এবং সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তমলুক আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হন। তাঁর আকস্মিক অসুস্থতায় উদ্বেগে রাজ্য রাজনীতির বিভিন্ন মহল।

আরও পড়ুন – ভোটের আগে মুর্শিদাবাদে বাড়তি সুরক্ষা, সুতিতে স্থানান্তরিত রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নং ব্যাটেলিয়ন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version